Skip to content

প্রিয়াঙ্কা চোপড়া- অভিষেকে’র ফোন থেকে এই অভিনেত্রীকে মেসেজ করলেন, লিখেছেন- আমি তোমাকে মিস করছি!

    img 20230131 102507

    অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং অভিনেত্রী রানি মুখার্জি (Rani Mukherjee) একসময় সম্পর্কে ছিলেন। দু’জনেই একবার একে অপরকে ডেটও করেছিলেন। যুবা এবং বান্টি অর বাবলি ছবির সেটে দুজনের প্রেমের গল্প শুরু হয়। এই ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুই তারকা। ‘বান্টি অর বাবলি’ ছবিটি বেশ সফল ও জনপ্রিয় হয়েছিল। যদিও পরে অভিষেক ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেন এবং রানি আদিত্য চোপড়াকে বিয়ে করেন, তবে রানি ও অভিষেকের সম্পর্ক একসময় শিরোনামে ছিল।

    img 20230131 100959

    আলোচ্য বিষয়ে, দুজনের প্রেমের গল্পের সাথে সম্পর্কিত একটি উপাখ্যান বলতে যাচ্ছি। একবার অভিষেক বচ্চনের সঙ্গে মজা করেছিলেন অভিনেত্রী ‘প্রিয়াঙ্কা চোপড়া’। অভিষেকের ফোন থেকে রানি মুখার্জিকে মেসেজ করেছিলেন প্রিয়াঙ্কা। অভিষেকের ফোন থেকে রানি যে মেসেজ পেয়েছিলেন তা রানিকে বেশ অবাক করেছিল। এরপর অভিষেককে মেসেজের রিপ্লাইও করেন রানী।

    এই গল্পটি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিজেই বর্ণনা করেছেন। একসময় বিখ্যাত অভিনেত্রী সিমি গিরেওয়ালের শো’তে পৌঁছেছিলেন প্রিয়াঙ্কা। ২০০৬ সালে তিনি সিমির এই শো’তে অংশ নেন। এবং এরপর সিমির সঙ্গে আলাপচারিতায় এই মজার গল্পটি উল্লেখ করেছিলেন প্রিয়াঙ্কা। সিমি, প্রিয়াঙ্কাকে এই গল্প নিয়ে প্রশ্ন করলে, প্রিয়াঙ্কা জানান যে তিনি অভিষেককে প্র্যাঙ্ক করেছেন।

    প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘অভিষেক বচ্চন এই প্র্যাঙ্ক শুরু করেছিলেন। আমি, অভিষেক ও রিতেশ একসঙ্গে ছবির শুটিং করছিলাম, এদিকে অভিষেক এসে আমার পাশে বসল সেখানে আমার মোবাইল রাখা ছিল। অভিষেক অনেকক্ষণ আমার মোবাইল লুকিয়ে রেখেছিল। তবে পরে ঘুম ভাঙলে তিনি মোবাইলটি খুঁজে পান।

    img 20230131 102144

    এর পর অভিষেকের সঙ্গে প্র্যাঙ্ক করেন প্রিয়াঙ্কা। তিনি বলেছিলেন, “এর পরে আমিও মজা করার সুযোগ পেয়েছি”। প্রিয়াঙ্কা আরও বলেন, ‘অভিষেক তার মোবাইল রেখে চলে গেল, আমি অভিষেকের মোবাইল থেকে রানি মুখার্জিকে মেসেজ করেছিলাম। মেসেজে লিখেছে তুমি কোথায় ছিলে… আমি তোমাকে মিস করছি… তুমি কি দেখা করতে চাও? এরপর রানি মেসেজ করেন, ‘কী হয়েছে এবি’?