Skip to content

অভিনয় তো চমৎকার, তবে পড়াশোনার দৌড়ে কতদূর বাংলার দিদি নাম্বার 1 ? জানলে অবাক হবেন অভিনেত্রী রচনা ব্যানার্জী’র শিক্ষাগত যোগ্যতা

    img 20230511 213449

    টলিউড ইন্ডাস্ট্রি হোক বা ছোটপর্দা রচনা ব্যানার্জি (Rachna Banerjee) নামটাই যথেষ্ট তার পরিচয়ের জন্য। বড়পর্দা থেকে সরে গেলেও জনপ্রিয়তার কোন কমতি নেই অভিনেত্রীর। রীতিমতো নিজেকে এখনো বাংলার দিদি নাম্বার ১ হিসেবে ধরে রেখেছেন। চলচ্চিত্র থেকে দূরে থাকলেও সঞ্চালিকা হিসেবে তিনি বারবার নিজেকে সেরা প্রমান করেছেন। তার রিয়েলিটি শো দিদি নাম্বার ১ এর সামনে টিকতে পারছেনা অন্যান্য রিয়্যালিটি শো। জনপ্রিয়তার সাথে বহু দিন ধরে নিজের জায়গা ধরে রেখেছেন।

     

    img 20230511 205957

    অভিনেত্রী সম্পর্কে এখনো পর্যন্ত অনেক তথ্যই সকলের জানা। কিন্তু জানেন কি অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা কতটা? পেশাগত জীবনে যে তিনি সফল তা বলার অপেক্ষা রাখে না। তবে শিক্ষাগত যোগ্যতার দৌড়ে তিনি কতটা এগিয়ে, সেটাই জানবো আজকের এই প্রতিবেদনে। যতদূর জানা যায়, অভিনেত্রী খুব অল্প বয়সেই পা রেখেছেন অভিনয় জগতে।

    অভিনেত্রীকে যদিও আমরা রচনা ব্যানার্জি নামেই চিনি। কিন্তু এটা তার আসল নাম নয়। টলিপাড়ায় তিনি প্রথমবার কাজ করেছিলেন ঝুমঝুম ব্যানার্জি নামে। পরবর্তীতে পরিচালক সুখেন দাস তার নাম পরিবর্তন করে রাখেন রচনা। বাংলা সিনেমার পাশাপাশি ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিজের কাজের দক্ষতা প্রমাণ করেছেন, এবং সুনাম অর্জন করেছেন।

    img 20230511 210015

    ওড়িয়া অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রে’র সাথে তার জুটি খুব হিট হয়েছিল। পরবর্তী সময়ে অবশ্য ওড়িয়া ইন্ডাস্ট্রি ছেড়ে বাংলা ইন্ডাস্ট্রিতে এসে প্রসেনজিতের সঙ্গে জুটি বাঁধেন তিনি। তারপর থেকে একের পর এক হিট ছবিতে কাজ করেছেন রচনা। বর্তমানে অভিনেত্রীর বয়স ৫০-এর গণ্ডি পেরিয়ে, তবুও অভিনেত্রীকে দেখে বোঝার উপায় নেই। তিনি এখনো ফিট শরীর এবং গ্ল্যামারাস চেহারা ধরে রেখেছেন।

    img 20230511 210005

    রচনা ব্যানার্জীর শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে, এই বিষয়টি এখনো পর্যন্ত খুব বেশি স্পষ্ট নয়। তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তবে শোনা যায়, তিনি স্নাতকস্তর পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তিনি কি পড়েছেন বা কোন বিষয়ের উপর স্নাতক হয়েছেন তা নিয়ে বিশদে কিছুই জানা যায়নি।