Skip to content

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে সুখ, সমৃদ্ধি আনতে অবশ্যই ঘরে রাখুন এই জিনিস, ফল পাবেন হাতেনাতে

    পরিবার, সংসার, বাড়ির মঙ্গলকামনা কে না চায়। প্রতিটি মানুষই তাঁর নিজের এবং সেইসঙ্গে পারিপার্শ্বের মঙ্গল চেয়ে থাকেন। তবে বাড়িতে মঙ্গলকামনার বিষয়ে বাস্তুশাস্ত্র (Ecology) খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। অনেকেই বাস্তুশাস্ত্র মেনে বাড়িতে নানারকম পরিবর্তন করে থাকেন। যার ফলে সংসার, পরিবার এবং সর্বোপরি মানুষের জীবন সুখ, সমৃদ্ধিতে ভরে যায়।

    বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে মাটির পাত্র রাখলে, সংসারে সুখ, সমৃদ্ধির আগমন হয়। তবে বিভিন্ন ধরনের মাটির পাত্র বাড়ির বিভিন্ন জায়গায় রাখলে, তার ফলও পাওয়া যায় হাতেনাতে। আর আপনি যদি এটি মেনে চলেন, তাহলে আপনার জীবনে সুখ আসবেই।

    বাস্তুশাস্ত্র (Ecology) অনুসারে বাড়িতে মাটির পাত্র রাখলে, তা খুবই শুভ বলে মনে করা হয়। আর এর ফলে সংসারের সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যও ভালো রাখে।

    তাই উত্তর দিকে জল ভর্তি মাটির পাত্র রাখলে, বাড়ির সুখ, সমৃদ্ধি বৃদ্ধি পায়। আপনি রেখে ফলাফল পেতে পারেন হাতেনাতে।

    আবার আপনি যদি বাড়িতে বা মন্দিরে পুজোতে মাটির প্রদীপ ব্যবহার করে থাকেন, তাহলে অনেক পজেটিভ এনার্জি প্রবেশ করে বাড়িতে। যার ফলে আপনার ঘর সংসারে সুখ শান্তি বিরাজ করে।

    আবার উত্তর দিককে যেহেতু দেবতাদের দিক হিসাবে ধরা হয়, সেজন্য একটি মাটির জগে জল নিয়ে বাড়ির উত্তর দিকে রাখলে, দেবতারা খুশি হন এবং পরিবারের মঙ্গল হয়।

    বাস্তুশাস্ত্র (Ecology) মতে বাড়ির উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম দিকে মাটির মূর্তি রাখলে সুখ-সমৃদ্ধির বৃদ্ধি পায়। পাশাপাশি আর্থিক সমস্যা থাকলে, তা থেকেও মুক্তি পাওয়া যায়।