Skip to content

শীঘ্রই আসছে সুখবর, এবার পশ্চিমবঙ্গের লোকাল ট্রেনেও পাবেন AC এর হাওয়া

    img 20220614 203507

    এবার মুম্বাইয়ের দেখানো পথেই হাঁটতে চলেছে শিয়ালদা (Sealdah) রেল ডিভিশন। খবর অনুযায়ী, লোকাল ট্রেনে এসি (AC) চালানোর প্রস্তুতি শুরু করেছেন পূর্ব রেলের শিয়ালদা রেলওয়ে ডিভিশন। কিছুদিন আগে রেল বোর্ডের কাছে চিঠি লিখে লোকাল ট্রেনে এসি চালানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। আর সেই আবেদনে পূর্ব রেলের জন্য সবুজ সংকেত মিলেছে।

    img 20220614 203858

    তবে কোন রুটে ট্রেন চালানো হবে এবং তার ভাড়া কত হবে, তা এখনো নির্ধারিত হয়নি। যদিও পূর্ব রেল সূত্র মারফৎ জানা যাচ্ছে, প্রথমে পরীক্ষামূলক ভাবে একটি ট্রেন চালিয়ে দেখা হবে। যদি ভালো ফল মেলে তাহলে পরবর্তীতে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। প্রসঙ্গত ২০১৭ সালে মুম্বাইয়ে প্রথম চালানো হয়েছিল এই বাতানকুল লোকাল ট্রেন।

    আশা করা হচ্ছে যদি এই এসি ট্রেন সম্পূর্ণ চালু হয়, তবে নিঃসন্দেহে শিয়ালদা ডিভিশনের সকল যাত্রীরা বিশেষ ভাবে উপকৃত হবে। মূলত লোকাল ট্রেনে যে ভিড় লক্ষ করা যায়, সে ক্ষেত্রে যাত্রী সাধারণের অনেকটাই সুবিধা হবে। এখন দেখার বিষয় কত শীঘ্রই এই পরিষেবা পেতে চলেছে রেলওয়ে যাত্রীরা। শহর থেকে গ্রাম প্রত্যেক রেল যাত্রীর মধ্যেই বিষয়টি নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছে।

    img 20220614 210019

    বিশেষ ব্যাপার যেটা জানা যাচ্ছে, অন্যান্য ডিভিশন এর চাহিদা মিটিয়ে কতটা পরিমাণ এসি রেক শিয়ালদা পূর্ব রেলওয়ে ডিভিশন কে দিতে পারে সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। এসি রেক এর বিষয়ে শিয়ালদা ডিভিশনের ডি আর এম (DRM) ফৌজদারি আদালতে আবেদনও জানিয়েছেন। জানা যাচ্ছে, মুম্বাইয়ে এসি ট্রেনের রিপোর্ট ভালো হওয়ায়, আগের তুলনায় বর্তমানে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হয়েছে।