Skip to content

বলিউডে হাতেখড়ি বাংলার ব্যোমকেশের, ওয়েবসিরিজের টিজারে দেখা দিলেন আবীর চট্টোপাধ্যায়

    এবার বলি পাড়ায় নাম লেখালেন বাংলার ব্যোমকেশ আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। পূর্বেই অভিনেতা, অভিনেত্রী থেকে পরিচালক- অনেকেই টলিউড পেরিয়ে পাড়ি দিয়েছেন মুম্বাইয়ে। আর সেখানে গিয়ে সুনাম অর্জন করতেও সক্ষম হয়েছে, তারা। এবার হিন্দী বিনোদন জগতে পা দিলেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।

    সদ্য মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘অবরোধ ২’ (Avrodh Season 2)-এর টিজার। আর সেখানেই এক নতুন চরিত্রে দেখা গিয়েছে আবীর চট্টোপাধ্যায়কে। ২০২১ সালের পুজোয় প্রথমবার কলকাতার বাইরে থাকার সময়ই দর্কশমহল কিছুটা আন্দাজ করেছিল এই ব্যাপারে। এবার তার খোলাসা হল।

    যদিও সেইসময় আবীর জানিয়েছিলেন, ‘বর্তমান সময়ে বেশ কিছু নিয়মে বাঁধা থাকার জন্য আমি পরিস্কার করে কিছু বলতে পারছি না। তবে এটাই বলতে পারব, যে জীবনে এই প্রথমবার এমন হচ্ছে, যখন আমি পুজোতে কলকাতার বাইরে থাকছি। কাজের জন্যই বাইরে থাকতে হচ্ছে। এবার নতুন একটা অধ্যায়ের সূচনা হতে চলেছে। প্রথমবার পরিবার, বন্ধু ছেড়ে পুজোর অনুষ্ঠানে না থাকতে পারায় মন খারাপের পাশাপাশি এটাই একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে। এই সময় সব মিলিয়ে কঠিন আবার বেশ উত্তেজনারও হয়ে দাঁড়িয়েছে বিষয়টা’।

    স্যোশাল মিডিয়ায় নিজেই এই ওয়েব সিরিজের টিজার শেয়ার করে নিয়েছেন আবীর। সেইসঙ্গে লিখেছেন, ‘এক নতুন যাত্রা শুরু হল, আর খুব তাড়াতাড়ি অপেক্ষার শেষও হবে। ‘অবরোধ ২’-এর টিজার মুক্তি পেল। আর এটি খুব শীঘ্রই আসতে চলেছে সোনি লিভে’। আবীরের সঙ্গে এই ওয়েবসিরিজে দেখা যাবে আহানা কুমারসহ একাধিক বলিউড অভিনেতা অভিনেত্রীদের।