হিন্দি বিনোদন দুনিয়ার অন্যতম বিখ্যাত পরিবার হল বচ্চন পরিবার। এই পরিবারের একতা, ঐতিহ্য যেন আজও পরিচয়ের প্রতীক বহন করে। শুধুমাত্র হিন্দি ছবিই নয়, সেইসঙ্গে একাধিক বিজ্ঞাপনেও অভিনয় করতে দেখা গিয়েছে অভিতাভ বচ্চনকে।
তবে সম্প্রতি সময়ে ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চন (abhishek bachchan)। মুম্বইয়ে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করে বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিষেক বচ্চন। কিন্তু এই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেন বিক্রি করলেন অভিষেক বচ্চচন? এখন এই প্রশ্ন ঘুরছে ফ্যানদের মধ্যে।
মুম্বইয়ের ওরলি এলাকায় বিলাসবহুল ওবেরয় ৩৬০ টাওয়ারের তৃতীয় তলায় ছিল অভিষেক বচ্চনের (abhishek bachchan) এই সুন্দর বাংলোটি। ওই একই বিল্ডিংয়ে রয়েছেন অক্ষয় কুমার এবং শাহিদ কাপুরের মতো অভিনেতারা। এই অ্যাপার্টমেন্টে অক্ষয় কুমার খরচা করেছেন প্রায় ৫২.৫ কোটি টাকা এবং শাহিদ কাপুর খরচা করেছেন প্রায় ৫৬ কোটি টাকা।
জানা গিয়েছে, ২০১৪ সালে ৪১ কোটি টাকা দিয়ে এই অ্যাপার্টমেন্ট কিনেছিলেন অভিষেক বচ্চন (abhishek bachchan)। তবে বর্তমান সময়ে এই অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন ৪৬ কোটি টাকায়। তবে কেন এই বাড়ি তিনি বিক্রি করলেন, এই বিষয়ে এখনও সঠিক কারণ জানা যায়নি। তবে দেশ বিদেশে বাবার কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও ছেলেকে কেন বাংলো বিক্রি করতে হল, এই নিয়ে উঠছে নানা প্রশ্ন।