Skip to content

লাল সিং চাড্ডার আগে এই ১০ হলিউড মুভির রিমেক করে কোটি কোটি টাকা আয় করেছেন আমির খান

  বলিউড ইন্ডাস্ট্রি মিস্টার পারফেকশনিস্ট, বিখ্যাত অভিনেতা “আমির খানে”র (Amir Khan) বহুল প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’ (Lal Shing Chadda) এর ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে বেশ উত্তেজনা দেখা যাচ্ছে দর্শক মহলে। ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই বেশ চর্চায় রয়েছেন আমির খান ও তার অভিনীত ছবি। বেশ অনেক দিন পর আবারও বড় পর্দায় ফিরছেন আমির খান।

  তবে এতদিন পর পর্দায় ফিরেও দর্শকদের কতটা চমক দিতে পারবেন এটাই দেখার বিষয়। খবর অনুযায়ী, আমিরের আসন্ন ছবি লাল সিং চাড্ডা ‘টম হ্যাঙ্কস’ অভিনীত হলিউডের বিখ্যাত ছবি ‘ফরেস্ট গাম্পের’ অনুকরণ। সম্প্রতি এও জানা যাচ্ছে হলিউডের কপি করা একাধিক ছবিতে অভিনয় করেছেন আমির খান। এক নজরে দেখে নেওয়া যাক হলিউডের অনুকরণে তৈরি আমির খানের সুপারহিট ছবি গুলি।

  জো জিতা ওহি সিকান্দার (Jo Jeeta Wohi Sikandar)

  ১৯৯২ সালে মুক্তি পাওয়া আমির খান অভিনীত জো জিতা ওহি সিকান্দার ছবিটি হলিউড ছবি ‘ব্রেকিং অ্যাওয়ের’ অনুকরণে তৈরি করা হয়েছে বলে জানা যায়।

  দিল হ্যায় কে মানতা নেহি (Dil Hai Ke Manta Nahin)

  আমির খান ও পূজা ভাট অভিনীত দিল হ্যায় কে মানতা নেহি ১৯৯১ সালে মুক্তি পেয়েছিলো। এই ছবিটি হলিউড সিনেমা ‘ইট হ্যাপেন্ড ওয়ান নাইট’ এর রিমিক।

  আকেলে হাম আকেলে তুম (Akele Hum Akele Tum)

  এই ছবিতে অভিনয় করেছিলেন মনীষা কৈরালা ও আমির খান, ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। হলিউড ছবির রিমেকে তৈরি মনসুর খান পরিচালিত এই ছবিটি।

  বাজি (Baazi)

  ১৯৯৫ সালে মুক্তি পাওয়া আরও একটি জনপ্রিয় ছবি বাজি। বিখ্যাত হলিউড সিনেমা ‘কাল্ট হিট ডাই হার্ড’ এর অনুকরণে তৈরি এই ছবিটি।

  গুলাম (Ghulam)

  আমির খান ও রানি মুখার্জি অভিনীত সুপারহিট ছবি গুলাম ১৯৯৮-এ মুক্তি পেয়েছিল। এই সুপারহিট ছবিটিও হলিউডের সিনেমা অন দ্য ওয়াটারফ্রন্টের রিমিক।

  মন (Mann)

  বিখ্যাত হলিউড সিনেমা ‘অ্যান অ্যাফেয়ার টু রিমেম্বার’ অনুলিপি আমিরের এই ছবিটি। ১৯৯৯ সালে মন পেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো।

  রং দে বাসন্তী (Rang De Basanti)

  ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত আমিরের সুপারহিট ছবি রং দে বাসন্তী। এই ছবির কিছুটা অংশ হলিউড ছবির অনুকরণে তৈরি।

  গজনি (Ghajini)

  আসিনি ও আমির খানের ব্লকবাস্টার হিট ছবি ছিল গজনি। এই ছবিটিও হলিউডের ছবিকে কপি করে বানানো।