Skip to content

বাঘের বাচ্চার প্রেমে পাগল এক নারী! চুমু খাওয়ার ভিডিও ভাইরাল

  img 20221110 092919

  বর্তমান সময়ে সামাজিক মাধ্যমের দৌলতে গোটা বিশ্বের যেকোনো বিষয়ের উপর তৈরি করা ভিডিও খুব সহজেই প্রকাশ্যে চলে আসে। যার মধ্যে খুব তাড়াতাড়ি অনেক ভিডিও ভাইরাল (viral video) হতে দেখা যায়। আর সেই সকল ভাইরাল হওয়া ভিডিও দেখে অবসর সময়ের বেশকিছুটা আনন্দ উপভোগ করতে পারেন নেটিজনরা।

  তবে সবসময় সব ভিডিও আবার আনন্দের হয় না। কিন্তু এমন ভিডিও থাকে, যা দেখে অনেক শিক্ষার্জন করতে পারে নেটদুনিয়ার বাসিন্দারা। আবার অনেক সময় এমন কিছু ভিডিও ভাইরাল (viral video) হয়, যা দেখে ভয়ে শিউরে ওঠেন স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা। সেরকমই সম্প্রতি সময়ে ভাইরাল হওয়া এক ভিডিও দেখে প্রথমটায় কিছুটা হকচকিয়ে গেল নেটিজনরা।

  আসুন প্রথমেই দেখে নেওয়া যাক সেই ভাইরাল হওয়া ভিডিও-

  এমন অনেকেই আছেন যারা বন্যপ্রাণীদের খুব ভালোবাসেন। মাঝে মধ্যে সময় পেলেই বন্যপ্রাণীদের সঙ্গে কিছুটা সময় কাটান। আর সেইসমস্ত ছবি বা ভিডিও অনেকসময় শেয়ারও করে নেন নেটদুনিয়ায়। আর সেটাই ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে। এক্ষেত্রেও হল তাই।

  এই ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনটে বাঘের বাচ্চার (tiger cub) সঙ্গে এক মহিলা এমন ব্যবহার করছেন, যা দেখে মনে হচ্ছে, ওই তিনটে বাঘ নয়, কোন মানুষ্য শিশু। ভিডিওতে দেখা যায়, বাঘের বাচ্চাগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে তাঁদের আদর করেছেন ওই মহিলা। তাঁদের সঙ্গে খেলছেনও। এখানেই শেষ নয়, এমনকি বাঘের মুখে মুখ লাগিয়ে চুম্বন করতেও দেখা গিয়েছে ওই মহিলাকে।

  @tiger-tiger678 নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। আর এই ভাইরাল ভিডিও (viral video) দেখার পর একাধারে যেমন মজা পেয়েছে নেটিজনরা, তেমনই প্রথমটায় গা শিউরে উঠেছিল নেটদুনিয়ার বাসিন্দাদের।