Skip to content

পৃথিবী নয় মহাকাশ থেকে পাওয়া গেল এক হীরার টুকরো! গবেষণা করে তাজ্জব বিজ্ঞানীরা

    img 20220923 214417

    সম্প্রতি সময়ে বিজ্ঞানীরা এমন একটি হীরা (diamond) খুঁজে পেয়েছেন, যা খুবই বিশেষ। এই হীরার বিশেষত্ব হল, এটি পৃথিবীর কোন প্রান্ত থেকে পাওয়া যায়নি, এই হীরা পাওয়া গিয়েছে মহাকাশ থেকে। প্রাপ্ত হীরা নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের গবেষকরা।

    শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ডি টমকিনস যখন উল্কাপিণ্ডের ওপর কাজ করছিলেন, তখনই এই বিষয়ে জ্ঞান লাভ করেন তিনি। কারণ, সেই সময় এক মহাকাশ শিলার মধ্যে তিনি এই হীরার (diamond) টুকরোটিকে খুঁজে পান।

    img 20220923 214448

    বিজ্ঞানীরা গবেষণার পর জানিয়েছেন যে, উল্কাপিণ্ডে একটি বিরল হেসকাগোনাল পাথর ছিল লন্সডালাইট। ধারণা করা হচ্ছে, উচ্চ তাপমাত্রা এবং মাঝারি চাপে একটি সুপারক্রিটিক্যাল তরল থেকে এই লন্সডেলাইট উৎপন্ন হয়েছে। তারপর এটি পরিবেশের ঠাণ্ডা ও চাপ কমে যাওয়ায় হীরার আঁকার ধারোণ করেছে।

    img 20220923 214430

    জানা গিয়েছে, এটি প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে একটি গ্রহ থেকে একটি গ্রহাণু সংঘর্ষ হওয়ার ফলে এই হীরা (diamond) তৈরি হয়েছিল। তবে পৃথিবীতে পাওয়া হীরা থেকে এই মহাকাশের হীরার গঠন অনেক বেশি শক্ত। সেই কারণে গবেষকরা ঠিক করেছেন, এই বিষয় নিয়ে নানারকম পরীক্ষা নিরীক্ষা করবেন।