Skip to content

১৬ লক্ষের গাড়ি ১.৭৫ কোটি টাকায় কিনলেন এক ব্যক্তি! চাবি দিতে হাজির হলেন স্বয়ং আনন্দ মাহিন্দ্রা

    img 20230211 201057

    সম্প্রতি ভারতীয় বাজারে Mahindra XUV 400 ইলেকট্রিক SUV গাড়ি লঞ্চ করেছে। ধারণা করা হচ্ছে, Tata Nexon EV-এর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য বাজারে এই গাড়ি নিয়ে আসছে Mahindra। SUV-এর দাম শুরু হচ্ছে মাত্র ১৬ লক্ষ টাকা থেকে।  লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই এই গাড়ির বুকিং শুরুও হয়ে গিয়েছে।

    শুনলে অবাক হবেন, এই ভারতেই এমন একজন ব্যক্তি রয়েছেন, যিনি এই ১৬ লক্ষের গাড়ির জন্য দাম দিচ্ছেন ১.৭৫ কোটি টাকা দিয়ে! শুনতে অবাক লাগলেও, হায়দরাবাদের করুণাকর কুন্দাভারম এমনই দাম দিয়েছেন এই গাড়ির জন্য। সেইসঙ্গে তাঁর হাতে এই গাড়ির চাবি তুলে নিজেদের স্বয়ং আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)।

    img 20230211 201143

    আসল বিষয়টা হল, ফ্যাশন ডিজাইনার রিমজিন দাদুর সহযোগিতায় মাহিন্দ্রার ডিজাইন চিফ প্রতাপ বোসের ডিজাইন করা Mahindra XUV400-এর একটি বিশেষ সংস্করণ নিলামে টোলা হয়েছিল। গত ৩১ শে জানুয়ারী মধ্যরাত ১২ টা পর্যন্ত চলে এই নিলাম প্রক্রিয়া। আর তারপর শেষে হায়দরাবাদের করুণাকর কুন্দাভারম সর্বোচ্চ দাম ১.৭৫ কোটি টাকায় এই গাড়ি কেনেন।

    img 20230211 201108

    নীল রঙের এই গাড়ির কিছু বিশেষ বৈশিষ্ট্যও ছিল। স্ট্যান্ডার্ড হিসাবে থাকা XUV 400 গাড়ির বৈদ্যুতিক মোটর এবং 39.4 kWh ব্যাটারি প্যাক পায়। নিলাম হওয়ার পর এই গাড়ির চাবি আনন্দ মাহিন্দ্রা নিজেই করুণাকর কুন্দাভারমর হাতে তুলে দেন। জানা গিয়েছে, এই অর্থ Mahindra Rise Sustainability Champion Awards এর বিজয়ীদের অথবা বিজয়ীর পছন্দের একটি দাতব্য সংস্থাকে দেওয়া হবে। এখানেই শেষ নয়, এই সমপরিমান অর্থ মাহিন্দ্রাও দেবে সেই সংস্থাকে।