Skip to content

কনসার্ট বিতর্কের মাঝে নয়া নজির! বিবার, BTS দের পেছনে ফেলে এগিয়ে গেলো অরিজিৎ সিং

    img 20230108 112418

    HIDCO আধিকারিকরা ইকো পার্কে “অরিজিৎ সিংয়ে”র (Arijit Shing) কনসার্টের অনুমতি অস্বীকার করেছিলেন। তা নিয়ে বিতর্কের শেষ নেই। জিয়াগঞ্জের ভূমিপুত্ররাও কি পারবেন চমক দেখাতে ফেব্রুয়ারিতে, কলকাতায়? সেই প্রশ্ন থেকেই যায়। এই দিকে অরিজিৎ সিংয়ের ভক্তদের জন্য রয়েছে দারুণ সুখবর। বিশ্ব মঞ্চে আবারও ভারত ও বাংলার মুখ উজ্জ্বল করলেন গায়ক অরিজিৎ সিং।

    img 20230108 112649

    জনপ্রিয়তার দিক থেকে অরিজিৎ সিং, রিহানা টেলর সুইফট ব্র্যান্ড বিটিএস’কে পেছনে ফেলে গুগল সার্চের শীর্ষে উঠেছেন! এই গায়ক গ্লোবাল স্পটিফাই আর্টিস্ট চার্টে শীর্ষ ১০ তে স্থান করে নিয়েছেন। প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী হিসেবে এই বিরল নজির স্থাপন করলেন অরিজিৎ। ৬ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৫৪২ ফলোয়ার নিয়ে এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন অরিজিৎ। তার থেকে এগিয়ে রয়েছেন মার্কিন পপ সেনসেশন ‘জাস্টিন বিবার’।

    img 20230108 115840

    এই তালিকার শীর্ষ তিনজন হলেন এড শিরান, আরিয়ানা গ্র্যান্ডে এবং বিলি ইলিশের মতো বিশ্বব্যাপী পপস্টার। আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের এই তালিকার শীর্ষ ৬-এ জায়গা করে নিতে অরিজিৎ- টেলর সুইফট, দ্য উইকেন্ড এবং বিটিএস’কেও পরাজিত করেছেন। অরিজিৎ এর এই কৃতিত্বে উচ্ছ্বসিত তার ভক্তরা। অরিজিৎ সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না থাকলেও থেমে নেই তার জনপ্রিয়তা। লক্ষণীয়, দেশের গণ্ডি পেরিয়েছে বলিউডের এই জনপ্রিয় গায়কের ‘ফ্যান’।

    img 20230108 115907

    সম্প্রতি মুক্তি পেয়েছে অরিজিৎ এর কণ্ঠে পাঠানে’র ‘ঘুমে জো পাঠান’ গানটি। যদিও গানটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বলিউডের তুলনায় বাংলায় খুব কম গান গাইলেও বাঙালি দর্শকদের নিরাশ করেননি অরিজিৎ। বছরের শেষ দিকে মুক্তি পেল এই গায়কের নতুন বাংলা গান ‘মন রে কৃষিকাজ জানি না’। শ্রীজাতর আসন্ন ছবি ‘মানবজমিন’-এর জন্য প্রথমবারের মতো রামপ্রসাদী গান গেয়েছেন অরিজিৎ।