চুরি, এই বিষয়টা যেন জলভাতের মত হয়ে গিয়েছে। বর্তমান সময়ে বিভিন্ন দিক থেকে চুরির খবরও পাওয়া যায়। আর সেই চুরির রহস্য উদ্ধাঘটন করতে সেখানে উপস্থিত হয় পুলিশও (police)। তারপর সেখান থেকে কোন সূত্র মিলতেই ধরা পড়ে চোর। তারপর উদ্ধার হয় চুরির মাল।
সেরকমই চিনে (china) একটি চুরির ঘটনার রহস্য উদ্ধাঘটন করতে গিয়ে এক মশা (mosquito) ধরিয়ে দিল চোরের হদিশ। শুনে অবাক হচ্ছেন, একটি মশা কি করে চোর ধরিয়ে দিল? বাস্তবে কিন্তু ঠিক তাইই হল।
ঘটনাটি ঘটেছে চিনের (china) ফুজিয়ান প্রদেশের ফুজোউতে। সেখানে একটি চুরির রহস্য উদ্ধাঘাটন করতে গিয়ে এক মশা ধরিয়ে দিল চোরের (thife) হদিশ। মশার রক্ত থেকেই পুলিশ খুঁজে পেল চোরকে। আর দিল শাস্তিও। যে খবর স্যোশাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।
চিনের (china) ফুজিয়ান প্রদেশের ফুজোউতে একটি বাড়িতে চুরির ঘটনার কিনারা করতে গিয়ে পুলিশ (police) দেখে সারা ঘর ওলট পালট হয়ে রয়েছে। বিছানা ওলট পালট থেকে শুরু করে রান্নাঘরে ডিমের খোলা, নুডলসও পড়ে থাকতে দেখে পুলিশ। যা দেখে তারা অনুমান করে এই বাড়িতে চুরির আগে সেখানে রান্না করে খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয় চোরটি।
এরপর সেখানে চরের ধরার জন্য নানা সূত্র খুঁজতে থাকে পুলিশ। কিন্তু চুরির সময় সমস্ত কাজটাই খুব নিপুণ ভাবে করে চোর (thife)। একটিও সূত্র সে ছেড়ে যায় না। অবশেষে রান্না ঘরে গিয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ দেখে সেখানে দেওয়ালে একটি মশা মৃত অবস্থায় রয়েছে। মশাটিকে দেখে মনে হচ্ছে সেটা রক্ত পান করার পর সেটাকে কেউ দেওয়ালে জোরে মেরেছে। যার ফলে মশাটি দেওয়ালে আটকে রয়েছে।
সেখান থেকে সেই মশার (mosquito) রক্ত সংগ্রহ করে পুলিশ (police)। আর সেটার ডিএনএ টেস্ট করে। তারপরই সেই রক্তের নমুনা টেস্ট করেই চোরের সন্ধান পায় পুলিশ। চোরকে ধরার পর তাঁকে ভালো করে জেরা করতেই সেই বাড়িতে চুরির কথা স্বীকার করে চোর (thife) বাবাজি।