Skip to content

দেখতে ন্যানো গাড়ি হলেও রয়েছে হেলিকপ্টারের মত ডিজাইন, ইতিমধ্যেই শুরু হয়েছে বিয়ের জন্য বুকিং

    ইচ্ছে থাকলে মানুষ অসাধ্য সাধনও করতে পারে। নতুন কোন স্থানে ভ্রমণ হোক কিংবা নতুন কিছু আবিস্কার, ইচ্ছে থাকলে মানুষ সবকিছুই করতে পারে। আর সেই জোরেই ন্যানো (nano) গাড়িকে হেলিকপ্টার (helicopter) বানিয়ে তাক লাগিয়ে দিলেন বিহারের এক মিস্ত্রি। আর এই নতুন জিনিস দেখেতে দলে দলে লোকে ভিড় জমাচ্ছেন অই গুড্ডু শর্মার বাড়িতে।

    বিয়ের সময় অনেকেরই অনেক সরক্ম ইচ্ছে থাকে। কারো ইচ্ছে হয় বর কিংবা বউ আসবে ঘোরায় পিঠে চড়ে, কেউ বা সাধারণ গাড়িতে করেই বিয়ে করতে যান, আবার কারো বা ইচ্ছে থাকে হেলিকপ্টারে করে বিয়ে করতে যাবেন। কিন্তু সাধ থাকলেও, সাধ্যের মধ্যে তা হয় না। এবার সেই ইচ্ছে পূরণের জন্য বিহারে পশ্চিম চম্পারণের মিস্ত্রি গুড্ডু শর্মা এই হেলিকপ্টার বানিয়েছেন।

    যারা নিজেদের বিয়েটাকে স্মরণীয় করে রাখতে চাইবেন, তারা এই ন্যানো (nano) গাড়িসহ হেলিকপ্টারটি (helicopter) বুক করতে পারবেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২০ জন এই গাড়ি বুক করেছে। এই গাড়ির ভাড়া বেশি না থাকায়, তা বাজেটের মধ্যেই রয়েছে।

    এই আশ্চর্যজনক কাজ করতে গুড্ডু শর্মার প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়েছে। দেখতে গাড়ির মত হলেও এই গাড়ির পেছনটা হেলিকপ্টারের মত। আবার মাথায় ডানাও রয়েছে। নামে হেলিকপ্টার (helicopter) হলেও, এই গাড়ি আকাশে নয়, চলবে রাস্তাতেই।

    গুড্ডু শর্মা জানান, অনেক মানুষের হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার কিংবা বউ নিয়ে আসার ইচ্ছে থাকলেও, তা বাজেটের মধ্যে না থাকায় আশাহত হয়ে পড়ে। তবে এই ন্যানো (nano) হেলিকপ্টার মানুষের বাজেটের মধ্যেই রয়েছে। যা মানুষের সাধ এবং সাধ্য দুইই পূরণ করতে পারবে। তবে তিনি আরও জানান, এই গাড়িটিকে আরও হাইটেক করতে আরও ২ লক্ষ টাকা লাগবে।