Skip to content

বিপজ্জনক এক কুমিরের উপরে বসে মোটর সাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি, শুধুমাত্র সাহসীরাই দেখতে পারবেন এই ভাইরাল ভিডিও

  img 20230125 115019

  সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে বর্তমানে অনেক ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে কিছু ভিডিও ভালো, আবার কিছু ভিডিও খুবই মর্মান্তিক। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ‘কুমির’ (Crocodail) কে বাইকের ওপরে বসিয়ে নির্ভয়ে রাস্তায় বাইক চালাচ্ছেন এক ব্যক্তি। দেখে মনে হচ্ছে লোকটির মোটেও ভয় নেই। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও মানুষকে অবাক করে দিচ্ছে।

  img 20230125 115100

  তবে, এই ভিডিওটিও এডিট করা যেতে পারে বা এটি একটি নকল কুমির হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে এই ভিডিও। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেছে কীভাবে একটি ছেলে কোন ভয় না পেয়ে কুমিরের উপর বসে বাইক চালাচ্ছে। ভিডিওতে এও দেখা যায় বাইকে রয়েছে একটি বিশালাকার কুমির। তাকে মোটরসাইকেলের সিটের ওপর বেঁধে রাখা হয়েছে। আর যুবকটি কুমিরের পিঠের উপর বসে আছে।

  সোশ্যাল মিডিয়ায় এমনই এক অনন্য ভিডিও, যা দেখে খুবই অবাক হচ্ছে মানুষ। ভাইরাল হওয়া এই ভিডিওর সঙ্গে অনেক কিছুই যুক্ত হতে পারে। এটা সম্ভব যে এই ভিডিওটি এডিট করা হয়েছে বা এই ভিডিওতে থাকা কুমিরটি নকল। যে কোন কিছু ঘটতে পারে। তবে সোশ্যাল মিডিয়ায় এভাবেই ভাইরাল হয়ে যাচ্ছে এই ভিডিও।

  এটি ইনস্টাগ্রামে oy._.starrr নামের একটি পেজ থেকে পোস্ট করা হয়েছে। এবং এখন পর্যন্ত এটিকে ১ লাখ ৪১ হাজার মানুষ লাইক করেছে, এর পাশাপাশি কয়েক লক্ষ ভিউ এসেছে। এই ভিডিওতে অনেক মানুষ তাদের নিজেস্ব প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী বলেছেন- ‘আমরা কত নিষ্ঠুর হয়ে গেছি’। মন্তব্য করতে গিয়ে আরেক ব্যবহারকারী লিখেছেন- ‘ভিডিওটি ভীতিকর’।