Skip to content

শুয়ে শুয়ে ম্যাসাজের আরাম নিচ্ছে এক ছোট্ট শিশু, ভাইরাল ভিডিও দেখে আপ্লুত নেটিজনরা

  বর্তমান দিনে বিনোদনের একটি জনপ্রিয় বিষয় হয়ে উঠেছে ভাইরাল ভিডিও (viral video)। সারাদিনের কাজের ফাঁকে কিছুটা সময় বের করেই মানুষ চোখ রাখে মোবাইল স্ক্রিনের দিকে। আর সেখানে তাকাতেই প্রথমেই নজর যায় স্যোশাল মিডিয়ায় কি ট্রেন্ডিং রয়েছে। আর কোন একটি ভিডিও একবার যদি নেটিজনদের মনে ধরে যায়, তাহলে তা ভাইরাল হতে বেশি সময় লাগে না।

  স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা কাজ করেন, তারা সর্বদাই মানুষের সামনে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করতে থাকে। তবে সব সময় সব ভিডিও ভাইরাল না হলেও, মাঝে মধ্যে কিছু ভিডিও মানুষের হৃদয় স্পর্শ করে যায়। আর সেই হৃদয়স্পর্শী ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না।

  সম্প্রতি সময়ে সেরকমই একটি ভিডিও নেটনাগরিকদের মনে জায়গা করে নিয়েছে, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ইন্সটাগ্রাম প্ল্যাটফর্মে এক ব্যক্তির শেয়ার করা ভিডিওই বর্তমানে দাবানলের মত ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়া ব্যবহারকারীদের মুঠোফোনে।

  Meemlogy’s Instagram video: “I can feel this video 😂 #babies #babiesofinstagram #cute #ghantaa #satisfying”

  ভাইরাল ভিডিওতে (viral video) দেখা যায়, এক ব্যক্তি এক শিশুর মাথা ম্যাসাজ করে দিচ্ছেন। আঙ্গুলের ছোঁয়া শিশুর নরম মাথায় পড়তেই, শিশুটির মুখের অভিব্যক্তিই বদলে যাচ্ছে। তাঁকে দেখেই বোঝা যাচ্ছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ঠিক যেইভাবে এই বিষয়টা উপভোগ করতেন, ঠিক সেইভাবেই এই শিশুটিও তা উপভোগ করছে।

  ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিও (viral video) কয়েক এক লাখেরও বেশি দর্শক দেখে নিয়েছেন। সেইসঙ্গে আবার নানারকম মন্তব্যও করেছেন অনেকে। কেউ কেউ লিখেছেন, ‘শিশুটি ম্যাসাজ নিচ্ছে আর মনে মনে বলছে, ওয়াও’। আবার কেউ লিখেছেন, ‘শিশুদের মাথা এবং শরীরে ম্যাসাজ করতেই তারা আরাম বোধ করে এবং তাদের সহজেই চোখে ঘুম চলে আসে’।