Skip to content

করলেন স্বপ্নপূরণ, ১২ লক্ষ টাকা খরচ করে কুকুরের মত হলেন এক জাপানি ব্যক্তি

    স্বপ্ন ছিল পশুর মত দেখতে হবে। আর সেই স্বপ্ন পূরণ করলেন জাপানের এক ব্যক্তি (japanese man)। ট্যুইটার ব্যবহারকারী @toco_eevee ট্যুইটারে নিজের ছবি পোস্ট করতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল (viral) হয়ে যায়। ইচ্ছাপূরণ করার জন্য ওই ব্যক্তিকে জেপেট নামে একটি পেশাদার সংস্থা ওই ব্যক্তিকে কুকুরে (dog) রূপান্তরিত করে তাঁর স্বপ্নপূরণ করেছে।

    স্থানীয় জাপানি নিউজ আউটলেট news.mynavi অনুসারে চলচ্চিত্র, বিজ্ঞাপন, বিনোদন, টিভির জন্য জাপানের জনপ্রিয় চরিত্রদের এবং আরও অনেক কিছুর জন্য পোশাক তৈরি করে জেপেট নামে একটি পেশাদার সংস্থা।

    এই সংস্থাই ওই ব্যক্তির স্বপ্নপূরণ করে তাঁকে কুকুরের (dog) রূপদান করেছে। পোশাটির দাম প্রায় ১২ লক্ষ টাকা। আর জানা গিয়েছে, এই পোশাকটি তৈরি করতে প্রায় ৪০ দিন সময় লেগেছে বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি অর্থাৎ টোকোকে জিজ্ঞাসা করা হয়েছিল, এত পশু থাকতে ‘কোলি’ প্রজাতিকে কেন পছন্দ হল তাঁর?

    উত্তরে তিনি জানিয়ে ছিলেন, ‘এই ধরনের কুকুরটিকে দেখতে অনেকটা বাস্তব ধরনের। আর এটি আমার প্রিয় প্রজাতি। লম্বা লোমওয়ালা কুকুরগুলো মানুষের আকার লুকিয়ে রাখতে সক্ষম হয়। তাই আমি এই ধরনের কুকুরকে বেছে নিই’।

    এই কুকুরের আকারের পোশাক পড়ার পর ওই ব্যক্তি নিজের হাত পা ঠিকমত নড়াচড়া করতে পারছেন কিনা, তা নিয়ে প্রশ্ন করলে, টোকো বলেন, ‘হাত পা নাড়াতে একটু সমস্যা হতেই পারে। তবে যদি বেশি নড়াচাড়া করেন, তাহলে আপনাকে আর কুকুরের মত দেখতে লাগবে না’।