কথায় বলে বনের রাজা সিংহ (lion) যদি একবার কোন শিকারের পেছনে পরে যায়, তাহলে সেই পশুর প্রাণনাশ অবধারিত। শিকারকে সম্পূর্ণরূপে নিজের আয়ত্ত্বে এনে তবেই দম নেয় সিংহ। সিংহের হাত থেকে বাচা খুবই মুশকিল বলে মনে করা হয়।
সম্প্রতি সময়ে দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের (kruger national park) একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যা দেখে রোমহর্ষক অনুভূতি হয়েছে নেটিজনদের। যেখানে দেখা গিয়েছে ৩০০০ কেজি ওজনের জলহস্তির (hippo) সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে বেশ কয়েকটি সিংহ। আর এই লড়াইয়ের মধ্যে আবার মানুষজনও চলে আসায়, তা আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল।
চলুন প্রথমেই দেখে নিন সেই ভাইরাল ভিডিও (viral video)-
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কিছু পর্যটক তাঁদের গাড়িতে করে জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রাস্তায় যেতে যেতে তাঁরা সম্ভবত দলছুট একটি প্রাপ্তবয়স্ক জলহস্তিকে দেখতে পায়। রাস্তায় নিজের মেজাজেই ঘুরছিল জলহস্তিটি (hippo)। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি।
আচমকাই সেখানে প্রায় ৫ থেকে ৬ টি সিংহ (lion) এসে উপস্থিত হয়। খাবারের খোঁজে তাঁরা এসে আক্রমণ করে ওই জলহস্তিটির উপর। রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা পর্যটকদের গাড়ির সামনেই ৩০০০ কেজির বেশি ওজনের জলহস্তিটির উপর আক্রমণ করল দুই সিংহ। এটি ছিল তাঁদের কাছে বনের সেরা শিকার।
সিংহের (lion) আক্রমণ থেকে বাঁচার জন্য জলহস্তিটি (hippo) কিছুটা এগিয়ে যেতেই একটি গাড়ির সামনের অংশে কিছুটা ক্ষতি হয়। এরপর বাকি সিংহগুলো একত্রে ঝাপিয়ে পড়ে জলহস্তিটির উপর। নিজের প্রাণ বাঁচাতে জলহস্তিটি জঙ্গলের দিকে চলে গেলেও, সিংহের দলের কাছে শেষে পরাস্ত হয়। সিংহের দল মিলিতভাবে সেই জলহস্তিটিকে হত্যা করে নিজেদের ক্ষুধা নিবারণ করতে সক্ষম হয়।
জঙ্গলের এই দৃশ্যটি ফ্রামবন্দি করে স্যোশাল মিডিয়ায় শেয়ার করতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে এই রোমহর্ষক ভাইরাল ভিডিও (viral video) দেখে নেটজনদের মধ্যে থেকেও নানা রকম ভয়ার্ত কমেন্ট আসতে থাকে।