Skip to content

নতুন মিস ইন্ডিয়াকে নিয়ে কৌতূহলের শেষ নেই নেটিজনদের, গুগলে সার্চ করা হল সিনি শেট্টির বিষয়ে এই প্রশ্ন

  img 20220706 174224

  সম্প্রতি মিস ইন্ডিয়া ২০২২ (Femina Miss India 2022)-এর মুকুট ছিনিয়ে নিয়েছেন কর্নাটকের সিনি শেট্টি (Sini Shetty)। মুম্বইয়ের বান্দ্রায় জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ৩১ জন ফাইনালিস্টকে হারিয়ে এই সেরার শিরোপা পেয়েছেন সিনি শেট্টি। এই তকমা পাওয়ার পর ভারতের এই সেরা সুন্দরীকে নিয়ে মানুষের মধ্যে নানা কৌতূহল বাড়তে দেখা গিয়েছে।

  অনুষ্ঠানে প্রথম হওয়ার পর থেকেই সিনি শেট্টির বিষয়ে জানতে আগ্রহী হয়েছেন মানুষজন। গুগল জুড়ে এখন শুধুই সিনি শেট্টির নাম ছড়িয়ে রয়েছে। এমনকি বেশকিছু প্রশ্ন দেখা গিয়েছে, সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বেশিবার সার্চ করা হয়েছে গুগলে। আর সিনি শেট্টির বিষয়ে মানুষের এত আগ্রহ থাকার কারণ হচ্ছে, এবার মিস ওয়ার্ল্ডের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে এই মেয়েটিকে।

  img 20220706 173716

  মুম্বাইয়ে জন্ম হলেও, কর্নাটকের বাসিন্দা সিনি শেট্টি (Sini Shetty) অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এই সময় তিনি চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (CFA) কোর্সে পড়াশোনা করছেন। ছোট থেকেই নাচকে ভালোবেসে ৪ বছর বয়স থেকে নাচ শিখতে শুরু করেন সিনি। বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বড় ফ্যান হওয়ায়, তাঁর জার্নি দেখেই নিজেকে মডেল হিসাবে দেখার ইছা জেগেছিল সিনির মনে।

  বর্তমান সময়ে মিস ইন্ডিয়া ২০২২ হওয়ার পর থেকে সিনি শেট্টি সম্পর্কে মানুষ গুগলে অনেক প্রশ্ন সার্চ করছেন। যার মধ্যে প্রথমেই রয়েছে সিনির বয়স। অনেকেই এই মেয়েটির বয়স জানতে আগ্রহী হচ্ছে, বলে রাখি, সিনির বর্তমান বয়স ২১ বছর। পাশাপাশি সিনির উচ্চতাও বেশ পরিমাণে গুগল সার্চ হচ্ছে। জানিয়ে রাখি সিনির উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।

  img 20220706 174148

  এরপর আবার মানুষজন সিনির পরিবার সম্পর্কেও জানতে আগ্রহী হচ্ছে। গুগলে সিনির পরিবার নিয়ে প্রশ্ন করতে দেখা গিয়েছে বহু মানুষকে। সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি, অবিবাহিত সিনির পরিবারে বাবা, মা এবং এক ভাই রয়েছে। এখানেই শেষ নয়, মিস ইন্ডিয়া ২০২২ সিনি শেট্টির (Sini Shetty) বিষয়ে এক অদ্ভূত বিষয়ও গুগল সার্চ হতে দেখা যাচ্ছে। কিছু সংখ্যক মানুষ এই মিস ইন্ডিয়ার বিকিনি লুকও দেখতে চাইছেন।