Skip to content

একাধিক সুবিধায় ভরপুর রয়েছে সুইমিং পুল থেকে ডিস্কো! ৫৩ লাখ খরচা করে কুকুরদের জন্য আলিশান বাংলো বানালেন মালিক

    অনেকেই বাড়িতে পছন্দের পোষ্য রেখে থাকেন। কেউ রাখেন বিড়াল, আবার কেউ বা কুকুর (pet dog)। আবার অনেকে পাখি কিংবা মাছও রেখে থাকেন। তবে সকলেই নিজের পোষ্যকে অত্যন্ত যত্ন করে আগলে রাখতে চায়। পোষ্যের যাতে কোন সমস্যা না হয়, সেই জন্য তাঁকে সবরকম সুযোগ সুবিধা দিয়ে থাকেন পোষ্যের মালিক।

    সেরকমই নিজের পোষ্য কুকুরদের (pet dog) জন্য ৫৩ লাখ টাকা দিয়ে একটি বিলাসবহুল বাংলো তৈরি করে দিলেন একজন চীনা ব্যবসায়ী। আর এই বাংলোটাকে নিজের ইচ্ছেমত সুন্দর করে পোষ্যদের জন্য সাজিয়ে দিয়েছেন এই ব্যক্তি। এয়ার কন্ডিশনার, টিভি সেট, জল সরবরাহকারী, ড্রায়ার, লিফট, টয়লেট, ফিল্ম প্রজেক্টর, স্লাইড, দোলনা, সুইমিং পুল ও ডিস্কো রুম এবং খেলার জন্য ফেরিস হুইল, খেলনা গাড়ি সবই রেখেছেন এই বাংলোতে।

    চীনের সংবাদ সাইট QQ.com-এর প্রতিবেদন থেকে জানা যায়, শুই কাউন্টিতে বসবাসরত ওই ব্যক্তির মোট ১০ টি কুকুর রয়েছে। ঝু টাইটেলধারী এই ব্যক্তি কন্টেন্ট মেকিং সাইট Douyin-এ নিজের এই কুকুরদের লাইফস্টাইল নিয়ে ভিডিও শেয়ার করেন। যেখানে তাঁর ৮.৫ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে।

    একটি খালের নামে এই বাংলোর নাম দিয়ে নিজের পোষ্যদেরকে এই বাড়িটি উপহার দিয়েছেন মিস্টার ঝু। ক্রেফিশ ইন্ডাস্ট্রিতে ব্যবসা করেন বছর ৩৩-র ঝু। তিনি জানান, ছোট থেকেই কুকুরের প্রতি তাঁর একটা আলাদা ভালোবাসা রয়েছে। আর ছোট থেকেই তিনি একটি বিলাসবহুল ডগহাউস তৈরির স্বপ্ন দেখতেন।

    তিনি জানান, নিজের জন্য কিছু কেনার আগে দশবার চিন্তা করলেও, পোষ্য কুকুরদের (pet dog) জন্য কিছু কেনার হলে একবারও ভাবেন না তিনি। আগে গিয়ে পোষ্যদের প্রয়োজনীয় জিনিসটি কিনে আনেন তিনি। কুকুরের প্রতি মানুষের এই ভালোবাসা দেখে মুগ্ধ অনেক পশুপ্রেমী মানুষই।