Skip to content

জিমে গিয়ে ওয়ার্ক আউট করছে একটি বিড়াল, নেটদুনিয়ায় শেয়ার হতেই তুমুল ভাইরাল ভিডিও

    img 20220620 185105

    হাতের মুঠোয় মোবাইল থাকার সুবাদে মানুষ ঘরে বসেই নানা ধরনের ছবি ভিডিও দেখতে পারে। স্যোশাল মিডিয়া জুড়ে সর্বত্রই নানা ধরনের ভাইরাল ভিডিও (viral video) ঘুরতে থাকে। এই সকল ভাইরাল ভিডিও হয় কখনও মজাদার, আবার কখনও শিক্ষণীয়। তবে কাজের ফাঁকে কিছুটা সময় বার করে মানুষের চোখ প্রথমেই চলে যায় এই সকল ভাইরাল ভিডিওর (viral video) দিকে।

    সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে, যা দেখে মজার সঙ্গে কিছুটা শিক্ষাও পেল নেটিজনরা। ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখা যায়, একটি বিড়ালকে (cat), যে কিনা জিম সেন্টারে গিয়ে জিম করছে।

    https://twitter.com/buitengebieden/status/1536929970857156611?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1536929970857156611%7Ctwgr%5Ehb_1_10%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fhindi.news18.com%2Fnews%2Fajab-gajab%2Fwildlife-viral-series-cat-also-started-becoming-a-fitness-freak-cat-was-seen-working-hard-in-the-gym-video-went-viral-shitri-4326807.html

    ভিডিওটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটি একদিকে যেমন মজাদার, তেমনই অন্যদিকে কিন্তু শিক্ষনীয়ও। এই ভিডিওতে বিড়ালকে (cat) জিম করতে দেখে অনেকেই হেসে লুটিয়ে পড়েছেন। কিন্তু আবার অন্যদিকে ভারী শরীরের মানুষেরা এই ভিডিও দেখে শিক্ষা নিয়েছেন জিম পার্লারে যাওয়ার।

    একটা বিড়াল (cat) যদি নিজের স্বাস্থ্য নিয়ে এতোটা সচেতন হয়, তাহলে মানুষ কেন হতে পারবে না- এমন ভাবনাও ভেবেছেন অনেকে। আর এই ভাবনা থেকে অনেকে তো আবার ইতিমধ্যেই জিম সেন্টারে ভর্তি হয়েছেন নিজের শরীরকে সুস্থ রাখার জন্য।

    সম্প্রতি @buitengebieden নামক ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। আর শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই এই ভিডিও ভাইরাল (viral video) হয়ে যায়। ইতিমধ্যেই প্রায় ৯৭ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। সেইসঙ্গে প্রায় ৫ লক্ষ মানুষ লাভ রিয়াক্টও দিয়েছে। আবার কমেন্টও করেছেন প্রায় ৮০ হাজার মানুষ। পাশাপাশি রিট্যুইটও করেছেন অনেকে।