‘বেলি ডান্স’ (Belly Dance), নাচটি দেখতে সুন্দর হলেও, যিনি নৃত্যটি পরিবেশন করছেন, তাঁকে অনেক কসরত করতে হয় এটি পরিবেশনের জন্য। প্রাচীন মিশরীয় যুগ থেকেই এই নাচের সন্ধান পাওয়া গেলেও, আরব্য রজনীর রহস্যময় গল্পে এই নাচের উল্লেখ ছিল।
তবে প্রাচীন কাল হোক কিংবা বর্তমান কাল এই নাচের কদর কিন্তু বিন্দুমাত্র কমেনি। আজও সমানভাবে চাহিদা রয়েছে বেলি ডান্সের (Belly Dance)। তবে এই ডান্স ফর্ম কিন্তু বেশ কঠিন। সবাই এই ধরনের নাচ পরিবেশন করতে পারেন না। কঠিন অধ্যাবসায়ের ফলে এই নৃত্য পরিবেশন সম্ভব। এই নাচে প্রধানত বুক এবং পেটের পেশী কাজ থাকে। যেকারণে উন্মুক্ত পেটই হল এই নাচের প্রধান আকর্ষণ।
বর্তমান সময়ে বহু স্কুল এবং একাডেমিতে এই নাচের প্রশিক্ষণ দেওয়া হলেও, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে এই নাচ প্রথম শুরু করা হয়েছিল। ধীরে ধীরে এখন প্রায় সব দেশেই এই নাচের আকর্ষণ রয়েছে।
সম্প্রতি সময়ে স্যোশাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল (viral video) হয়েছে, যেখানে দেখা গিয়েছে এক সুন্দরী যুবতী স্টেজে উঠে বেলি ডান্স (Belly Dance) পরিবেশন করছেন। ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে, নৃত্য পরিবেশনটি কোন আরবিক পরিবেশে হচ্ছে। সেখানে একটি ফাঁকা প্রান্তরে গালিচার ওপর নৃত্য পরিবেশন করছে সেই মেয়েটি। তাঁর চারপাশে বেশ কিছু দর্শককেও দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে (viral video)।
‘আই ওয়ান্না ডান্স’ গানের সঙ্গে খোলা চুলে শরীরী হিল্লোল তুলেছিল সেই যুবতী। যা ঝড় তুলেছে স্যোশাল মিডিয়ায়। আর মুহূর্তেই এই ভিডিও ভাইরাল (viral video) হয়ে গিয়েছে। সেইসঙ্গে বয়েছে কমেন্টের বন্যা। ভিডিওটি পুরনো হলেও, আবারও নতুন করে শেয়ার করতেই ইতিমধ্যেই কয়েক কোটি ভিউ পড়ে গিয়েছে।
সেইসঙ্গে অনেকে কমেন্টে লিখেছেন, মিউজিকের তালে তালে সুন্দরভাবে বেলি ডান্স (Belly Dance) এই প্রথমবার দেখলাম। আবার কেউ লিখেছেন, এত সুন্দর নাচ দেখে চোখের পাথা স্থির হয়ে গিয়েছে।