খুব কম সময়েই স্টক বিনিয়োগকারীদের বিশাল পরিমাণে সমৃদ্ধ করে তাক লাগিয়ে দিয়েছেন গৌতম আদানি (Gautam Adani)। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানিই ছিলেন এই শেয়ারের মালিক। যিনি বিনিয়োগকারীদের অনেকখানি লাভের মুখ দেখিয়েছেন।
বিনিয়োগকারীদের দিয়েছেন ৬১৭১.৬৫% রিটার্ন। আদানি গ্রুপের অন্তর্গত আদানি গ্রীন এনার্জির শেয়ার (Adani green Energy Share) থেকে এই রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। গত ৪ বছরে যারাই এই শেয়ার কিনেছিলেন, তাঁরা লাভবান হয়েছেন।
শেয়ার ২৯.৪৫ টাকা থেকে বেড়ে গত ৪ বছরে দাঁড়িয়েছে ১৮৪৭ টাকায়। ৬১৭১.৬৫% রিটার্ন দেওয়ার অর্থ, যার বছর আগে যে ব্যক্তি এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে তিনি ফেরত পাচ্ছেন ৬২.৭১ লাখ টাকা।
বিগত এক বছরে স্টকের দাম বেড়ে হয়েছে ১২৬৪ টাকা থেকে ১৮৪৭ টাকা। অর্থাৎ এক বছরে রিটার্ন এসেছে ৪৬.০৩%। আর গত ৪ বছরে বেড়েছে ৩৭.১৩%। তবে বাড়তে থাকলেও, এবার কিছুটা নীচের দিকে যাচ্ছে এই শেয়ার। ইতিমধ্যেই -৩৫.১০% কমে যাওয়ায়, আবারও চিন্তার ভাঁজ পড়েছে বিনিয়োগকারীদের কপালে।