রাম নাথ কোবিন্দের পর দেশের ১৫ তম রাষ্ট্রপতি (15th president of India) কে হবে? এই নিয়ে জল্পনা ছিল অনেকদিন ধরেই। অবশেষে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন, এনডিএ (NDA) মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi murmu)। ১৫ তম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেশ কিছু বিশেষ বিশেষ মুখই সামনে এসেছিল। তার মধ্যে বিরোধী দলের পদপ্রার্থী যশবন্ত সিনহা ছিল প্রতিদ্বন্দ্বিতার নিরিখে এগিয়ে। অবশেষে যশবন্ত সিনহাকে ৩ লাখেরও বেশি ভোটে পরাজয় করে জয় হাসিল করেন দ্রৌপদী মুর্মু (Draupadi murmu)। তবে শুধু জয়লাভই নয়, একই সঙ্গে একাধিক রেকর্ড (Record) করে ফেলেছেন দ্রৌপদী। আসুন জেনে নেওয়া যাক নির্বাচিত ১৫ তম রাষ্টপতির কি কি ইতিহাস?
১. উড়িষ্যা থেকে প্রথম রাষ্ট্রপতি:-
আজ পর্যন্ত দেশের বেশিরভাগ রাষ্ট্রপতিই নির্বাচিত হয়েছেন দক্ষিণ ভারত থেকে। এই প্রথমবার উড়িষ্যা থেকে কেউ অর্থাৎ দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। তিনি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাসিন্দ।
২. প্রথম আদিবাসী রাষ্ট্রপতি:-
দেশের নতুন নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী একজন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি। এর আগে দু-জন দলিত রাষ্ট্রপতি হয়েছিলেন, তাদের মধ্যে একজন কেআর নারায়ন ও অন্যজন হলেন সদ্য অবসরপ্রাপ্ত রাম নাথ কোবিন্দ। কিন্তু কোন আদিবাসী সম্প্রদায় থেকে এর আগে রাষ্ট্রপতি নির্বাচিত হয়নি। শুধু তাই নয়, দেশের কোন উচ্চপদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা অর্থমন্ত্রীতে কোন আদিবাসী মুখকে দেখা যায়নি। তাই দ্রৌপদী মুর্মু এক নতুন ইতিহাস গড়ে ফেললেন।
৩. কনিষ্ঠতম রাষ্ট্রপতি:-
ভারতের এখনো পর্যন্ত কনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসাবেও নাম এসে গেল দ্রৌপদী মুর্মুর। ২০ ই জুন ১৯৫৮ সালে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ৬৪ বছর বয়সে তিনি সর্বোচ্চ নাগরিক পদে নির্বাচিত হলেন। আগামী ২৫ শে জুলাই তিনি রাষ্ট্রপতির শপথ গ্রহণ করছেন। সেই দিন তার বয়স হবে ৬৪ বছর ১ মাস ৮ দিন। এর আগে কনিষ্ঠ তোমার রাষ্ট্রপতি ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি। তখন তার বয়স ছিল ৬৪ বছর ২ মাস ৬ দিন।
৪. স্বাধীনতার পর জন্মগ্রহণ করা রাষ্ট্রপতি:-
আমাদের দেশ স্বাধীন হয়েছে ১৯৪৭ সালে এবং দ্রৌপদী মুর্মু জন্মগ্রহণ করেছেন ১৯৫৮ সালে। ইনি প্রথম রাষ্ট্রপতি যিনি স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন। সদ্য অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জন্মগ্রহণ করেছিলেন ১৯৪৫ সালে। এর আগে নির্বাচিত সব রাষ্ট্রপতি ১৯৪০ সালের আগে জন্মগ্রহণ করেছেন।
৫. কাউন্সিলর পদ থেকে রাষ্ট্রপতি:-
দ্রৌপদী মুর্মু বড় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, না ছিলেন কোনো বড় রাজনৈতিক পদে। তিনি একজন ছোট্ট কাউন্সিলর পদ থেকে রাজনৈতিক অভিযান শুরু করেছিলেন। যা এটাও একটা ইতিহাস।
৬. ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি:-
দ্রৌপদী মুর্মু হলেন দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। এর আগে প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন প্রতিভা দেবীসিংহ পাটিল।