Skip to content

এমন বিশ্বখ্যাত 5 জনপ্রিয় খেলোয়াড় যারা ২ টি দেশের হয়ে খেলেছেন ক্রিকেট, তালিকায় শামিল রয়েছে এক ভারতীয়

    img 20220624 114554

    প্রতিটি তরুণ ক্রিকেটারের স্বপ্ন থাকে তাদের দেশের হয়ে ক্রিকেট খেলার। কখনো কখনো তারা দেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ করেও, বিশেষ কোনো কারণে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে সেই দেশের হয়ে খেলা শুরু করেছেন। এক দেশে খেলা শুরু করে পরে অন্য দেশের হয়ে খেলার উদাহরনে অনেক ক্রিকেটারই আছে। তবে আজকের আর্টিকেলে এই জনপ্রিয় 5 ক্রিকেটার যারা 2 টি দেশের হয়ে খেলেছেন। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ক্রিকেটার ভিন দেশে খেলার সাহস দেখিয়েছেন।

    img 20220624 131258

    1. ইয়ান মর্গ্যান
    2 টি দেশের হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে একজন হলেন ইয়ান মর্গ্যান। বর্তমানে তিনি ইংল্যান্ড দলের অংশ এবং তার অধিনাকত্বে ইংল্যান্ড দল বিশ্বকাপের শিরোপাও জিতেছেন। এই আইরিশ তারকা 2007 সালে আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন। পরে 2011 সালে ইংল্যান্ড দলের হয়ে খেলা শুরু করে এবং তার নেতৃত্বে 2019 সালে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়।

    img 20220624 131315

    2. ইফতেখার পতৌদি
    ক্রিকেটার ইফতেখার পতৌদি হলেন একজন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। যিনি মনসুর আলী খান পতৌদি নামে পরিচিত। এই ক্রিকেটার তার ক্যারিয়ার শুরুর দিকে ইংল্যান্ডের জাতীয় দলে খেলা শুরু করেছিলেন। পরে তিনি 1946 সালে ইংল্যান্ড দল ত্যাগ করে ভারতের হয়ে খেলতে থাকে। সেই বছর ভারতীয় ক্রিকেট বোর্ড তার হাতে দলের নেতৃত্ব তুলে দিয়েছিল।

    img 20220624 131334

    3. কেপলার ওয়েলস
    দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কেপলার ওয়েলস তার ক্রিকেট ক্যারিয়ারে ভালো পারফরম্যান্স করেছেন। মজার বিষয় হলো, এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকাতে জন্মগ্রহণ করে প্রথমে অস্ট্রেলিয়া দলের হয়ে খেলা শুরু করেন পরে আবার নিজের দেশে ফিরে আসেন। তিনি 1982 সালে অস্ট্রেলিয়ায় খেলা শুরু করেন এর পর 1991 সালে বর্ণবাদ তোলার অভিযোগে এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকাতে ফিরে আসনে ও নিজের দেশের হয়ে খেলা শুরু করেন।

    img 20220624 131355

    4. কোরি এন্ডারসন
    শাহিদ আফ্রিদির 37 বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙেছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি এন্ডারসন। যিনি সেই সময় মাত্ৰ 36 বলে সেঞ্চুরি হাকিয়েছিলেন। পাওয়া তথ্য অনুযায়ী, তিনি বছর দু-ই আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন ঘরোয়া টি-টোয়েন্টি খেলার জন্য এবং সেই দেশের হয়ে খেলছেন।

    img 20220624 131410

    5. লুক রোচি
    প্রাক্তন ক্রিকেটার লুক রোচি একজন উইকেটরক্ষকের পাশাপাশি আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য সুপরিচিত। তিনি অস্ট্রেলিয়ার হয়ে 2008 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন। তার কয়েক বছর পর নিউজিল্যান্ডের হয়ে খেলা শুরু করেন। তিনি একটি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে 7 নম্বরে ব্যাট করতে নেবে 170 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।