বর্তমান সময়ে দর্শক দক্ষিণী ছবিমুখী হয়ে পড়েছে। বাংলা কিংবা হিন্দি পেরিয়ে সম্প্রতি সময়ে দক্ষিণী ছবির দিকে দর্শকমহল বেশি আকর্ষিত হচ্ছে। পুষ্পা, আরআরআর এবং কেজিএফ ২ বক্স অফিসে দারুণ সফল হওয়ায় পুস্পা এবং কেজিএফ ২ -র পরবর্তী পর্বও প্রকাশ পাবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে ২০২২ সালে দক্ষিণী ছবি যেমন দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে, তেমনই অন্যদিকে বেশকিছু হিন্দি ছবিও দাগ কেটেছে দর্শকদের মনে। দ্য কাশ্মীর ফাইল, গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির মত ছবিগুলো দারুণ সাফল্য পেয়েছে বক্স অফিসে। তবে এই বছরই মুক্তি পাওয়া বেশকিছু হিন্দি ছবি যেগুলো সুপার ফ্লপ হয়েছে, সেগুলো হল-
ঝুন্ড (Jhund)– বলিউডের বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন অভিনীত ছবি ঝুন্ড, বক্স অফিসে মাত্র ১৬ কোটি টাকার ব্যবসা করেছে।
তুলসীদাস জুনিয়র (Toolsidas Junior)– সঞ্জয় দত্ত এবং রাজীব কাপুর অভিনীত তুলসীদাস জুনিয়র মাত্র ০.০১ কোটি টাকা ব্যবসা করে সুপার ফ্লপ হয়েছে।
অ্যাটাক (Attack)– ১৮ কোটি টাকার ব্যবসা করে জন আব্রাহাম অভিনীত অ্যাটাক সুপার ফ্লপ হয়েছে।
বাধাই হো (Badhaai Ho)– রাজকুমার রাও ও ভূমি পেডনেকর অভিনীত বাধাই হো ছবিটি বক্স অফিসে মাত্র ২১ কোটি টাকার ব্যবসা দিয়েছে।
বচ্চন পান্ডে (bachchan pandey)– ৪৯.৯৮ কোটি টাকার ব্যবসা করতে সক্ষম হয়েছিল অক্ষয় কুমার ও কৃতী শ্যানন অভিনীত ছবি বচ্চন পান্ডে। এই ছবিও সুপারফ্লপ হয়েছে।
হিরোপান্তি ২ (heropanti-2)– টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া অভিনীত ছবি হিরোপান্তি ২ চলতি বছর মুক্তি পেলেও, এই ছবি মাত্র ২৫ কোটি টাকার ব্যবসা দিয়েছে।
রানওয়ে ৩৪ (runway-34)– বলি অভিনেতা অজয় দেবগণ এবং অমিতাভ বচ্চন অভিনীত ছবি রানওয়ে ৩৪ সুপারফ্লপ হয়েছে এবং ২৮ কোটি টাকার ব্যবসা দিয়েছে।
জার্সি (jersey)– এই বছরই মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা শাহিদ কাপুরের জার্সি। বক্স অফিসে মাত্র ২০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।