Skip to content

সেট টপ বক্স ছাড়াই টিভিতে দেখা যাবে ২০০ টি চ্যানলে, প্রয়োজন হবে অ্যান্টেনার! নয়া ভাবনা কেন্দ্রের

    img 20230215 125901

    আগেকার দিনে টিভি (tv) থাকা মানেই, বাড়িতে থাকতে অ্যান্টেনাও (antenna)। টিভি চলতে চলতে হঠাৎ কোন সমস্যা হলে, ছাদে গিয়ে কিংবা উঁচু কোন জায়গায় বসানো সেই অ্যান্টেনা গিয়ে একটু নাড়িয়ে দিতে হত। তাতে করে দেখা যেত, আবারও ফিরে এসেছে টিভির ছবি। আবারও আগের মতন দেখা যাচ্ছে টিভি।

    এইভাবেই চলত দিনের পর দিন। ঝড় বৃষ্টিতে আবার সেই অ্যান্টেনা বার বার ঘুরে যেত। যার ফলে বর্ষাকালের বেশিরভাগ সময়টাই টিভিতে সমস্যা দেখা দিত। এই সমস্যা সমাধানের জন্যই যুগের সঙ্গে তাল মিলিয়ে আবিষ্কার হল কেবল লাইনের। এক্ষেত্রে টিভি দেখার জন্য ব্যক্তির বাড়িতে একটি লম্বা তারের মাধ্যমে লাইন যেত। যাতে করে আর ঝড় বৃষ্টিতে কোন সমস্যা হত না।

    img 20230215 125706

    এরপর সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে সেই কেবলও এখন আর বিশেষ দেখা যায় না। সম্প্রতি সময়ে দেখা যায় সেট টপ বক্স (set top box )। যে বক্সের সাহায্যে আপনার পছন্দমত চ্যানেল কিনে, সেগুলোই দেখতে পারবেন আপনার টিভিতে। এক্ষেত্রে মাসের শুরুতে আপনাকে আপনার প্রয়োজন মত রিচার্জ করতে হবে এবং তারপর মাস শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যায় টিভি। তখন আবারও নিজের পুরনো প্যাকেজ কিংবা নতুন কোন প্যাকেজ রিচার্জ করতে হয়।

    তবে এবার শোনা যাচ্ছে, আবারও ফিরে আসবে সেই পুরনো দিনের অ্যান্টেনার ব্যবস্থা। সেট টপ বক্স ছাড়াই এবার দেখা যাবে প্রায় ২০০ টি চ্যানেল। টিভির বিষয়ে এওনই কিছু জানান কেন্দ্র সরকার। টিভিতে এবার থাকতে চলেছে বিল্ড ইন স্যাটেলাইট। যার সাহায্যে সেট টপ বক্স ছাড়াই দেখা যাবে ২০০ চ্যানেল।

    img 20230215 125912

    এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সোমবার জানান, বর্তমান সময়ে টিভি নিয়ে একটা নতুন চিন্তা ভাবনা করছে সরকার। যদি বিল্ড ইন স্যাটেলাইট থাকে টিভিতে, তাহলে আর সেট টপ বক্সের কোন প্রয়োজন হবে না। দেখা যাবে ২০০ টি চ্যানেল। তবে এই পদ্ধতির ক্ষেত্রে প্রয়োজন হবে অ্যান্টেনার। তবে এখন এই বিষয়টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে।