Skip to content

ভালোবেসে ১৩ বছরের বড় অমৃতাকে বিয়ে করেছিলেন সইফ, এই দুই কারণে টিকল না সংসার

    বিয়ে, ডিভোর্স- সাধারণ মানুষের কাছে এইসকল ভীষণই স্পর্শকাতর বিষয়। অন্যদিকে অভিনয় জগতের মানুষদের কাছে এই সমস্ত বিষয় যেন একেবারেই জলভাত। অনেককেই দেখা যায় একটার পর একটা বিয়ে করছেন আর ভাঙছেন, ঠিক যেন রূপোলী পর্দার মতই। আবার অনেকে একজনের সঙ্গে গাঁটছড়া বেঁধে, আজও তাঁরই সঙ্গে পথ হেঁটে চলেছেন। তবে এসবের মধ্যে আজকের বিষয় বলি অভিনেতা সইফ আলি খান (saif ali khan) ও অমৃতা সিং (amrita singh)।

    সইফ আলি খান ও অমৃতা সিং (amrita singh)র প্রেম সেইসময় ভীষণই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কারণ সত্তর ও আশির দশকে বেশ খ্যাতনামা অভিনেত্রী হয়ে উঠেছিলেন অমৃতা সিং। আর সেই সময় সবে বলিউডে পা রেখেছেন সইফ আলি খান (saif ali khan)। এমন সময় তাঁদের মধ্যেকার প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণতি পায়।

    ১৯৯১ সালে ধুমধাম করে বিয়ে করলেও, কয়েক বছরের মধ্যে সইফ অমৃতার সম্পর্কের মধ্যে ভাঙ্গন দেখা দেয়। শেষে ভালোবাসার বিয়ের সম্পর্ক ২০০৪ সালে ডিভোর্সে গিয়ে শেষ হয়। তবে বাবা মায়ের মধ্যেকার এই ডিভোর্স নিয়ে একেবারেই খুশি নন সইফ অমৃতার মেয়ে সারা আলি খান।

    তবে অনেকের মতে সইফ অমৃতা জুটি ভেঙ্গে যাওয়ার পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, সইফের থেকে বয়সে ১৩ বছরের বড় ছিলেন অমৃতা। যে কারণে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝিটা বেশিই থাকত। অপর দিকে, স্বামী সন্তান নিয়ে সংসার জীবন কাটানোর জন্য নিজের উজ্জ্বল কেরিয়ার ছেড়ে গৃহবধূ হয়ে যান অমৃতা। অনেকের ধারণা এই কারণেও প্রেমের সম্পর্ক ডিভোর্সে পরিণত হয়েছিল সইফ অমৃতার (amrita singh)।