ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীরা এখন আর সিরিয়ালের মধ্যেই সীমাবদ্ধ নেই। তারা সিনেমা এবং ওয়েব সিরিজ নিয়েও খুব ব্যাস্ত রয়েছেন। অভিনয় প্রতিভা মিলেছে নতুন নতুন ভূমিকায়। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী “সন্দীপ্তা সেন”ও (Sudipta Sen)। ছোট পর্দায় কাজ শুরু করলেও এখন ওয়েব প্ল্যাটফর্মে বেশি এগিয়ে চলেছেন সন্দীপ্তা। ‘দুর্গা’ সিরিয়াল দিয়ে ছোট পর্দায় কাজ শুরু করেছিলেন তিনি।
অভিনয় শিল্পে ১৪ বছর কাটিয়েছেন অভিনেত্রী। তাকে সর্বশেষ ‘করুণাময়ী রানি রাসমণি’ ছবিতে মা সারদা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর ছোট পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে নেন সন্দীপ্তা। তবে তাতে আফসোস নেই সন্দীপ্তার। কারণ তিনি ২০২২ সালে অনেক কাজ করেছেন। তিনি বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছেন, ভবিষ্যতে তাকে কিছু সিরিজে আবারও দেখা যাবে।
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সন্দীপ্তা। সেখানে তিনি জানান, ছোটপর্দা ছেড়ে ওয়েব সিরিজে আসার সিদ্ধান্তটি খুব সাবধানে ও ভেবে চিন্তে নেওয়া হয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ালে অভিনয় করেছেন সন্দীপ্তা। তিনি তার অভিনয় প্রতিভা পরীক্ষা করতে চেয়েছিলেন। তাই তিনি নিজেকে পরীক্ষা করার জন্য ওটিটি প্ল্যাটফর্মে পা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এটা বলার অপেক্ষা রাখে না যে, দর্শকরা তাকে এই নতুন রূপে কতটা গ্রহণ করেছেন। কিন্তু সন্দীপ্তার একটাই আক্ষেপ। তিনি ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, কিন্তু এখনও বড় পর্দায় ভালো চরিত্রে ডাক পান না তিনি। দুঃখ প্রকাশ করে সন্দীপ্তা বলেন, ‘খারাপ লাগছে, কিন্তু তিনি হাল ছাড়ছেন না। ধৈর্য ধরে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছেন। কোনো কোনো পরিচালক-প্রযোজক অবশ্যই তাকে উপযুক্ত ভূমিকার প্রস্তাব দেবেন বলে আশাবাদী সন্দীপ্তা’। আসন্ন ওয়েব সিরিজ ‘শিকারপুর’-এ সুপারস্টার অঙ্কুশের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে।