Skip to content

১২ টি তথ্য, যা প্রমান করে ধোনি সেলেব্রেটি হয়েও কাটান সাধারণ মানুষের মতো জীবন

    ‘মহেন্দ্র সিং ধোনি’ যার নাম শুনেই ভক্তদের মনে আবেগ জেগে উঠে। ভক্তরা শুধু তাকে পছন্দ করে না বরং তাকে হৃদয়ে বসিয়ে রেখেছে। তাকে ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক ও উইকেটকিপার -ব্যাটসম্যান বিবেচিত করা হয়। তার ঠান্ডা মেজাজের অধিনায়কত্বের জন্য বিশেষজ্ঞরা তাকে ‘ক্যাপ্টেন কুল’ বলে থাকেন। তিনি তার ক্রিকেট ক্যারিয়ারে 2007 থেকে 2016 সাল পর্যন্ত সীমিত ফরম্যাটে ও 2008 থেকে 2014 সাল পর্যন্ত টেস্ট ক্রিকেটের অধিনায়ক সামলে এসেছেন।

    তার নেতৃত্বে ভারত 2007 T-20 বিশ্বকাপ, 2011 আইসিসি বিশ্বকাপ, 2013 চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে। এছাড়াও নানান ট্রফি তার নাম নথিভুক্ত আছে যা তাকে সর্বকালের সেরা অধিনায়ক বিবেচিত হয়ে থাকেন।
    ‘মহেন্দ্র সিং ধোনি’ তার ক্রিকেট ক্যারিয়ারে যা অর্থ উপার্জন করেছেন তা সাধারণ মানুষের আন্দাজের বাইরে। তাকে কোটিপতি বললে ভুল হবে না। আপনি জানলে অবাক হবেন তার কাছে এত টাকা থাকার সত্বেও তিনি তার জীবন একটি সাধারণ মানুষের মতোই কাটান । বাড়ির যেকোনো কাজ ও ছোট খাটো সমস্যার সম্মুখীন তিনি নিজেই হোন। চলুন জানা যাক এমনি কিছু তথ্য !

    1. গাড়ি সাফাই:-
    আমরা জানি ধোনি গাড়ি চড়তে খুব ভালোবসেন। তিনি শুধু গাড়ি চালানোই না , গাড়ির ছোটখাটো কাজ এমনকি গাড়ির সফ-সাফাই তিনি নিজেই করেন। তিনি চাইলে কোন মেকানিক দ্বারা বা কোনো দোকানে গাড়ি সাফাই করাতে পারেন। কিন্তু তিনি গাড়ি চালানোর পাশাপাশি গাড়িকে মন থেকে ভালবসেন।
    2. আমরা অনেক সময় ধোনিকে দেখেছি মাটি কামড়ে জমিতে শুয়ে পড়তে। যেটাতে তিনি প্রমাণ করে দেয় তার মধ্যে অহংকার বলতে কিছু নাই। তার মত এক ব্যক্তি মাটি কামড়ে শুয়ে আছে।
    3. তিনি কোটিপতি হওয়ার সত্বেও তার চুল কাটাতেন এক সাধারন সেলুনে। তিনি চাইলে বিলাসী কোন AC দোকানে চুল কাটাতে পারেন কিন্তু না গ্রামেরই এক সাধারন সেলুনে তিনি সেভ করেন।
    4. ধোনি সময়ের ফাঁকে বাড়ির ছোটখাটো কাজ তিনি নিজেই করতেন। বাড়ির কিছু ছোট জিনিস ভেঙে যাওয়া বা কোন ছোট জিনিস সরানোর কাজ তিনি নিজেই করে থাকেন এবং বাড়ির সেইসব দিকে মনোযোগ তিনি নিজেই দেন।
    5. ধোনি কোন স্টার হোটেল বা বড় রেস্টুরেন্টে খাবারের থেকে বাড়ির খাবারই বেশি পছন্দ করে থাকেন। ঠিক যেমন একটি সাধারন মানুষ পছন্দ করে থাকে।


    6. আমরা অনেক সময় লক্ষ্য করেছি ধোনিকে ফুটবল খেলতে। ধনী ফুটবল খেলতে খুব পছন্দ করে।
    7. আপনারা যে ছবিটি দেখছেন এই ছবিটি ধ্বনি ও তার স্ত্রী যখন সাক্ষী পাসপোর্ট অফিস গিয়েছিল। ছবিটিতে দেখে বুঝতে পারছেন ধোনি অতি সাধারণ মানুষের মতই যার মধ্যে কোন অহংকার বোধ করে না।
    8.. ধোনির বৃষ্টিতে ভেজার বিশাল শখ আছে। ধোনিকে আমরা অনেকবার বৃষ্টিতে ভিজতে দেখেছি।
    9. ধোনিকে একবার দেখা গিয়েছিল তিনি নিজের কাঁধে করে দলের জন্য ড্রিংক ওয়াটার নিয়ে গিয়েছিলেন। যা দেখার পর সকলেই হতবাক হয়ে গিয়েছিল। তার এই কাজ প্রমাণ করে দিয়েছিল তিনি কত বড় মাপের মানুষ।
    10. ধোনি একটি সাধারণ মানুষের মতোই জীবন যাপন করতে ভালোবাসেন। ধোনির সাইকেল চালানো বিরাট শখ। সময় বিশেষে তাকে সাইকেল চালাতে দেখা গিয়েছে।
    11. ধোনি অন্যান্য খেলোয়ারদের থেকে একটু আলাদাই ছিলেন। তিনি মাটিকে খুব ভালোবাসেন। তাই ধোনি কারো তোয়াক্কা না করে মাটিতে তার শরীর বিছিয়ে দিতেন এবং মাটিতে শোয়ার আনন্দ উপভোগ করতেন।
    12. ধোনি কোটিপতি হয়ে গেলেও সে তার বন্ধু দিকে ভুলেনি। সময়ের ফাঁকে তিনি তার বন্ধুদের সাথে সময় কাটাতেন। ছবিটিতে দেখতে পাচ্ছেন ধ্বনি তার বন্ধু সত্য প্রকাশের সাথে রয়েছেন।