Skip to content

বয়স ১০৪, মনের জোরে পরীক্ষায় বসে ৮৯ শতাংশ নম্বর পেয়ে সকলকে চমকে দিলেন বৃদ্ধা

    কথায় বলে শিক্ষার কোন বয়স হয় না। যে কোন বয়সে মানুষ যা কিছু শিক্ষার্জন করতে পারে। তেমনই জীবনের কোন সুপ্ত ইচ্ছাপূরণেরও কোন নির্দিষ্ট বয়স হয় না। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শুধুমাত্র ইচ্ছের জোরে ১০৪ বছর বয়সে এসে পরীক্ষা দিয়ে ৮৯ শতাংশ নাম্বার নিয়ে পরীক্ষায় পাশ করলেন এক বৃদ্ধা মহিলা।

    সম্প্রতি কেরালার (Kerala) সরকার রাজ্যজুড়ে স্বাক্ষরতার এক অভিযান চালায়। আর সেখানেই উঠে আসে ১০৪ বছর বয়সী কুট্টিয়াম্মার (Kuttiyamma) নাম। যিনি শুধুমাত্র ইচ্ছার জোরে এই বয়সে এসেও পরীক্ষায় অংশ নিয়েছেন। শুধু তাই নয়, ভালো নম্বর পেয়ে উত্তীর্ণও হয়েছেন।

    জানা যায়, মাত্র ১৬ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কেরালার (kerala) এই কুট্টিয়াম্মা। বিয়ের পর সংসার জীবনে জড়িয়ে পড়ার কারণে পড়াশুনা করা আর সম্ভব হয়নি। তাই বর্তমান সময়ে কেরল সরকারের এই অভিযানের অংশ হন তিনি। আর শুধু মাত্র অংশ হওয়াই নয়, ভালো নম্বর পেয়ে পাশ করার জন্য কয়েক মাস ধরে টিউশন নেওয়ায়ও শুরু করেন তিনি।

    জীবনের এই পর্যায়ে এসে শুধুমাত্র মনের জোরকে প্রাধান্য দিয়ে পরীক্ষায় ৮৯ শতাংশ নম্বর পেয়ে পরীক্ষায় পারশ করেন ১০৪ বছর বয়সী কুট্টিয়াম্মা। তাঁর এই কর্মকান্ডকে এবং মনের জোরকে কুর্নিশ জানায় গোটা দেশের মানুষ। এখানেই শেষ নয়, ট্যুইটারে কুট্টিয়াম্মাকে অভিনন্দনও জানান কেরালা রাজ্যের শিক্ষামন্ত্রী ভি শিবকুট্টি। কুট্টিয়াম্মাই আবারও প্রমাণ করে দিলেন বয়স কোন বাঁধা হতে পারে না, মানুষের মনের ইচ্ছাটাই হল আসল শক্তি।

    জানিয়ে রাখি, পঞ্চায়েত থেকে মানুষকে শিক্ষিত করার এই অভিযানে কুট্টিয়াম্মাসহ আরও অনেকেই নিজেদেরকে শিক্ষিত করে তোলেন।