Skip to content

হিন্দি হোক কিংবা দক্ষিণী, রইল বক্সঅফিস কাঁপানো একের পর এক দুর্দান্ত ছবির আয়ের তালিকা

    বাংলা, হিন্দি কিংবা দক্ষিণি সিনেমা (movie), কাজের ফাঁকে কিছুটা হলেও মানুষ সময় বের করে নেয় বিনোদনের জন্য। আর হলে গিয়ে সিনেমা দেখার যে আনন্দ রয়েছে, তা যেন আর অন্য কিছুতেই পায় না মানুষজন। তাই নতুন কোন সিনেমা মুক্তি পেলেই, কাছের হোক কিংবা দুরের হলে গিয়ে ভিড় জমায় দর্শকমহল।

    সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দক্ষিণি সিনেমা (movie) ‘কেজিএফ চ্যাপটার টু’ (KGF Chapter 2) নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। এই ছবির প্রথম পর্ব মুক্তি পাবার পর থেকেই ‘চ্যাপ্টার টু’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল দর্শকমহল। আর ‘কেজিএফ চ্যাপটার টু’ রিলিজ করতেই কাপিয়ে দিয়েছে বক্স অফিস।

    হিসেব বলছে, এখনও পর্যন্ত এই ছবি ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সেইসঙ্গে রিপোর্ট বলছে, দক্ষিণি তারকা যশ অভিনীত এই ছবি (movie) বর্তমান সময়ে বিশ্বব্যাপী বক্সঅফিসে চতুর্থ সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে।

    রিপোর্ট অনুযায়ী, এই তালিকায় প্রথমে রয়েছে বলিউড স্টার আমির খান অভিনীত দঙ্গল। এই ছবির বিশ্বব্যাপী আয় ছিল ২০২৪ কোটি টাকা। এরপরে রয়েছে দক্ষিণি তারকা প্রভাস অভিনীত বাহুবলি ২, বিশ্বব্যাপী আয় ১৮১০ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে আবারও দক্ষিণি ছবি। রামচরণ এবং জুনিয়ার NTR অভিনীত আরআরআর ছবিটি ১১২০ কোটি টাকার ব্যবসা দিয়েছিল।

    চতুর্থ স্থানে থাকা কেজিএফ ২ বর্তমানে ১০৩২ কোটি টাকার ব্যবসা দিয়েছে। পঞ্চম স্থানে ৯১০ কোটি টাকার ব্যবসা দিয়ে রয়েছে বলি তারকা সলমন খান অভিনীত বজরঙ্গি ভাইজান। এরপর ষষ্ঠ স্থানে রয়েছে সিক্রেট সুপারষ্টার, বিশ্বব্যাপী আয় ৮৫৮ কোটি টাকা।

    এরপর ৭৪৩ কোটি টাকার ব্যবসা দিয়ে সপ্তম স্থানে রয়েছে পিকে। অষ্টম স্থানে রয়েছে ২.০, বিশ্বব্যাপী আয় ৬৪৮ কোটি টাকা। এরপর নবম এবং দশম স্থানে সুলতান এবং সঞ্জু সিনেমা, যার বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৫৮৯ কোটি টাকা এবং ৫৮৫ কোটি টাকা।