বিনোদন দুনিয়ার তারকাদের ব্যক্তিগত জীবনের বেশিরভাগটাই অনেকে নিজের ফ্যানিদের সঙ্গে শেয়ার করে নেয়। আবার অনেকে এমনও থাকেন, শুধুমাত্র পর্দার সামনে চরিত্রের প্রয়োজনে নিজেকে মেলে ধরে। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন সম্পরকে কিছুই জানা যায় না।
তবে হিন্দি বিনোদন দুনিয়ায় এমনও কিছু অভিনেত্রী ছিলেন, যারা তাঁদের গর্ভাবস্থাতেও ফ্যানদের কথাই ভেবে গেছেন। হাজারো ঝামেলার মাঝেও মাঝপথে শ্যুটিং না থামিয়ে করে গেছেন কাজ।
জয়া বচ্চন (Jaya Bachchan)– ‘শোলে’ ছবির শ্যুটিং হওয়ার সময় গর্ভবতী হয়ে পড়ায় সাদা শাড়ী ব্যবহার করে বেবি বাম্প লুকিয়ে রাখতেন জয়া বচ্চন।
কাজল আগারওয়াল (Kajal Aggarwal)– শোনা যায় নাগার্জুন অভিনীত ‘দ্য ঘোস্ট’ ছবির শ্যুটিংর সময় গর্ভবতী হয়ে পড়েন কাজল। আর সেই কারণেই এই ছবি থেকে বাদ পড়েন তিনি। যদিও এই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী।
করিনা কাপুর (Kareena Kapoor)– ‘বীরে দি ওয়েডিং’ ছবির শ্যুটিং চলাকালীন প্রথমবার গর্ভবতী হন করিনা কাপুর। আবার ‘লাল সিং চাড্ডা’ ছবির কাজ চলাকালীন দ্বিতীয়বার গর্ভবতী হন তিনি।
ফারাহ খান (Farah Khan)– ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির শ্যুটিং চলাকালীন গর্ভবতী হয়ে পড়েছিলেন ছবির পরিচালক ফারাহ খান।
মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)– দেবদাস ছবির শ্যুটিং চলাকালীন গর্ভবতী হয়ে পড়লেও, ছবির কাজ শেষ করেন চন্দ্রমুখী।
হেমা মালিনী (Hema Malini)– ড্রিম গার্ল হেমা মালিনীও গর্ভবতী হয়ে পড়েছিলেন শ্যুটিং-র সময়। কাজ না থামিয়ে শেষ করেছিলেন ‘রাজিয়া সুলতান’ ছবির শ্যুটিং।
জুহি চাওলা (Juhi Chawla)– ‘ঝংকার বিটস’ ছবির শ্যুটিং চলাকালীন গর্ভবতী হয়েও কাজ শেষ করেন জুহি চাওলা।
কাজল (Kajol)– ‘উই আর দ্য ফ্যামিলি’ ছবির শ্যুটিং চলাকালীন কাজল গর্ভবতী হয়ে পড়লেও কাজ থামননি।
ঐশ্বর্য রাই (Aishwarya Rai Bachchan)- এক ছবির শ্যুটিং চলাকালীন গর্ভবতী হয়ে পড়ায় পরিচালকের ক্ষোভের মুখে ছবি থেকে বাদ পড়েছিলেন ঐশ্বর্য রাইও।
শ্রীদেবী (Sridevi)– ‘জুদাই’ ছবির শ্যুটিংর সময় গর্ভবতী হওয়ার পর প্রথম সন্তান জাহ্নবী কাপুরের জন্ম দেন শ্রীদেবী।