টিভির পর্দা হল গ্ল্যামারের দুনিয়া। এই জগতে এসে নিজের ইমেজ ধরে রাখতে অভিনেতা অভিনেত্রীদের অনেক কষ্ট করতে হয়। অনেকের ছোট থেকে এই জগতে প্রবেশের ইচ্ছে থাকলেও, তা পূরণ হয় না। কিন্তু আবার এমনও অনেকে রয়েছেন, যারা প্রথম জীবনে বড় সরকারী চাকরী করলেও, তা ছেড়ে দিয়ে চলে এসেছেন এই গ্ল্যামারের দুনিয়ায়। রইল সেরকমই কয়েকজন টেলি তারকার তালিকা-
সৌরভ চট্টোপাধ্যায় (Sourav Chatterjee)- করতেন মোটা বেতনের সরকারি চাকরি। তা ছেড়ে দিয়ে পা রাখলেন বিনোদনের দুনিয়ায়। গোয়েন্দা গিন্নি, ভুতু একাধিক ধারাবাহিকে অভিনয়ের পর বর্তমানে তাঁকে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকে জামাইবাবুর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।
তৃণা সাহা (Trina Saha)- এমবিএ, সিএস পড়াশোনা করে তিনি দিল্লিতে মোটা বেতনের চাকরি অভিনেত্রী তৃণা সাহা। কিন্তু সেই চাকরি ছেড়ে দিয়ে বাবা মায়ের সঙ্গে রীতিমত ঝগড়া করেই স্বপ্নপূরণ করতে চলে আসেন গ্ল্যামারের দুনিয়ায়। ২০১৫ সালে ‘বেশ করেছি প্রেম করেছি’ ছবিতে তাঁকে প্রথম দেখা গিয়েছিল। এরপর একাধিক ধারাবাহিক এবং ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)- টিসিএসে ভাল বেতনের চাকরি ছেড়ে চলে এসেছিলেন বিনোদনের জগতে। এই অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার ধারাবাহিক ‘কে আপন কে পর’-এ নায়ক পরমের চরিত্রে। এরপর তাঁকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার ধারাবাহিক ‘খেলনা বাড়ি’তে।
জয়ী দেব রায় (Joey Debroy)- ইঞ্জিনিয়ারিং পড়ে এমবিএ ডিগ্রী পেয়ে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত একটি সংস্থায় কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করতেন অভিনেতা জয়ী দেব রায়। একপ্রকার পরিবারের অমতেই সেই চাকরি ছেড়ে নাম লেখান অভিনেতাদের দলে। ‘হৃদয় হরণ বিএ পাস’ ধারাবাহিকে এই অভিনেতার দুর্দান্ত অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল।