‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির হাত ধরে বলিউডের দুনিয়ায় পা রেখেছিলেন বলি অভিনেত্রী আমিশা প্যাটেল (amisha patel)। আর প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন এই ছবির নায়ক নায়িকারা। অর্থাৎ আমিশা প্যাটেল এবং হৃত্বিক রোশনের প্রথম ছবিই ঝড় তুলেছিল বক্স অফিসে।
এরপর এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল সানি দেওলের বিপরীতে ‘গদর’ ছবিতে। এই ছবিও বেশ সাড়া ফেলেছিল সিনেমাপ্রেমীদের মধ্যে। এই ভাবে ধীরে ধীরে বলিউডের দুনিয়ায় নিজের বেশ একটা শক্তিশালী জায়গা তৈরি করে নিয়েছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল (amisha patel)।
তবে এরপর কিছু ছোট ছোট চরিত্রে অভিনবয় করতে দেখা গেলেও, একটা সময় পর বিনোদন দুনিয়া থেকে উধাও হয়ে যান এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে কোন ছবিতে মুখ্য চরিত্রে আর তাঁকে দেখা যায়নি। তবে বর্তমান সময়ে তাঁর আসন্ন ছবি ‘গদর-২’ নিয়ে কিছুটা চর্চায় রয়েছেন এই অভিনেত্রী। জানিয়ে রাখি, এই ছবির শুটিং শেষ হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি চলতি বছরের শেষের দিকে এই ছবি মুক্তি পাবে বলেও জানা গিয়েছে।
এই অভিনেত্রীকে চলচ্চিত্রের পর্দায় খুব একটা দেখা না গেলেও, ব্যক্তিগত জীবনের কারণে স্যোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় রয়েছেন এই আমিশা প্যাটেল। স্যোশাল মিডিয়ার মাধ্যমে নিজের ভক্তদের সঙ্গে জীবনের নানা আপডেট শেয়ার করে নেন এই অভিনেত্রী।
নেটদুনিয়ায় আমিশা প্যাটেলের প্রোফাইলে চোখ রাখলেই দেখা যাবে, সিনেমা না করলেও, বিভিন্ন জায়গায় শো করছেন এই অভিনেত্রী। এছাড়াও ভিডিও কলের মাধ্যমে মানুষকে শুভেচ্ছা জানানো থেকে শুরু করে বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠান করে বেশ মোটা টাকা আয় করেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, চলচ্চিত্র জগতে পা রাখার পর বিখ্যাত পরিচালক বিক্রম ভাটের সঙ্গে নাম জড়িয়েছিল আমিশা প্যাটেলের (amisha patel)। সর্বসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে লিভ ইনও থাকতে দেখা গিয়েছিল তাঁদের। কিন্তু ৫ বছর একসঙ্গে থাকার পরও আলাদা হয়ে যায় দুজনের পথ, ব্রেকআপ হয়ে যায় তাঁদের মধ্যে।