Skip to content

১৪ ই জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস, এই মাসে ভগবান শিবের উপাসনা করলে ভালো আশীর্বাদ পাওয়া যায়

    img 20220713 122608

    ভগবান শিবের (shiva) মাস শুরু হচ্ছে আগামী কাল অর্থাৎ ১৪ ই জুলাই থেকে। শ্রাবণ মাসে (sraban maas) অনেকে উপোস থেকে বাবার মাথায় জল ঢেলে নিরামিষ আহার গ্রহণ করে থাকেন। প্রধানত শ্রাবণ মাসের সোমবারে উপোষ করে শিবের মাথায় জল ঢালতে দেখা যায় অনেককেই। বিশ্বাস করা হয়, এই মাসে ভগবান শিবের আরাধনা করলে, ভালো আশীর্বাদ পাওয়া যায়।

    এই শ্রাবণ মাস (sraban maas) জুড়ে অনেক ভক্তি সহকারে ধুমধাম করে ভগবান শিবের (shiva) পুজো করা হয়। বলা হয়, এই মাসে ভক্তরা যদি আন্তরিক চিত্তে মহাদেবের পুজো করেন, তাহলে তারা দুঃখ থেকে মুক্তি পান এবং তাদের মনোবাঞ্ছা পূরণ হয়।

    img 20220713 122312

    জ্যোতিষীদের মতে, এই আমসে ভগবান শিবের (shiva) আরাধনা করলে, জীবনের সমস্ত বাঁধা দূর হয়ে যায়। আবার এই মাসে কিছু ভুল এড়িয়ে যাওয়াও উচিত। এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার সাতটি নির্দিষ্ট যোগও তৈরি হয়। জানা গিয়েছে, এই মাসে তিনবার রবি যোগ হবে। প্রথম সোমবার ১৮ ই জুলাইয়ে শোভন এবং রবি যোগ হবে। এরপর ২৫ শে জুলাই দ্বিতীয় সোমবারে প্রদোষ উপবাসের সাথে সর্বার্থ সিদ্ধি যোগ হবে। ১ লা আগস্ট সোমবারে প্রজাপতি ও রবি যোগ গঠিত হবে। শেষে ৮ ই আগস্ট চতুর্থ সোমবারে পুত্রদা একাদশী হবে।

    img 20220713 122329

    আরও জানিয়ে রাখি, শ্রাবণ মাসে প্রীতি যোগের একটি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে। ১৫ ই জুলাই সকাল ৪ টা বেজে ১৬ মিনিটে প্রীতি যোগ শুরু হয়ে চলবে ১৬ ই জুলাই বেলা ১২ টা বেজে ২১ মিনিট পর্যন্ত। বিশ্বাস করা হয় যে, এই সময়ের মধ্যে কোন ভালো কাজ করলে, তাতে সাফল্য পাওয়া যায়।

    img 20220713 122409

    জানিয়ে রাখি,

    ব্রহ্ম মুহুর্ত- সকাল ৪ টে বেজে ১১ মিনিটে শুরু হয়ে চলবে সকাল ৪ টে বেজে ৫২ মিনিট পর্যন্ত।

    অভিজিৎ মুহুর্তা- সকাল ১১ টা বেজে ৫৯ মিনিটে শুরু হয়ে চলবে বেলা ১২ টা বেজে ৫৪ মিনিট পর্যন্ত।

    বিজয় মুহুর্ত- দুপুর ২ ট বেজে ৪৫ মিনিটে শুরু হয়ে চলবে বিকেল ৩ তে বেজে ৪০ মিনিট পর্যন্ত।

    গোধূলি মুহুর্তা- সন্ধ্যে ৭ টা বেজে ৭ মিনিটে শুরু হয়ে চলচবে সন্ধ্যে ৭ টা বেজে ৩১ মিনিট পর্যন্ত।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading