বলি তারকাদের মধ্যে সম্পর্কের সূত্রপাত এবং ভাঙ্গন কোন বড় বিষয় নয়। বিটাউনে কান পাতলেই প্রতিদিনই কোন না কোন নতুন সম্পর্ক শুরুর এবং কোন পুরনো সম্পর্ক ভেঙ্গে যাওয়ার গুঞ্জন শোনা যাবে। এবার সম্পর্ক ভাঙ্গনের তালিকায় নাম জুড়ল আরও এক বলি দম্পতির।
বিয়ের ২৪ বছর পর আলাদা হতে চলেছেন সোহেল খান (sohail khan) এবং তাঁর স্ত্রী সীমা খান (seema khan)। আরবাজ এবং মালাইকার পর, সলমন খানের পরিবারে আবার ভাঙ্গন ধরল। সোহেল খান এবং তাঁর স্ত্রীর ডিভোর্সের খবর শুনে নড়ে উঠেছে স্যোশাল মিডিয়া। পারিবারিক আদালতের বাইরে থাকার সময় সোহেল খান (sohail khan) ও সীমা খানের ছবি ভাইরাল হওয়ার পরও যেন কিছুতেই ফ্যানরা বিশ্বাস করতে পারছেন না।
দিল্লির বাসিন্দা হলেন সীমা সচদেব। ফ্যাশন জগতে নিজের কেরিয়ার গড়তে মুম্বাই এসে চাঙ্কি পান্ডের এনগেজমেন্ট পার্টিতে সোহেলের সঙ্গে প্রথম দেখা হয়। তারপর তাঁদের বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসার দিকে মোড় নেয়। এরপর ১৯৯৮ সালের ১৫ ই মার্চ তারা একবার নিকাহ পড়ে এবং দ্বিতীয়বার আর্য সমাজ মন্দিরে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
ধর্মের অমিল থাকায় পরিবারের বিরুদ্ধে গিয়ে পালিয়ে গিয়ে সোহেলকে বিয়ে করেছিলেন সীমা তাঁদের দুই সন্তান রয়েছে, নির্বাণ খান এবং ইয়োহান। এসবের পর বিয়ের প্রায় ২৪ বছর পর সোহেল খান ও সীমা খানের (seema khan) বিবাহ বিচ্ছেদের খবর আসে।
‘দ্য কল্পিত জীবন বলিউড ওয়াইভস’ শো-এ দেখানো হয়েছিল সীমা এবং সোহেল (sohail khan) দুজনে পৃথক পৃথক স্থানে রয়েছে এবং বাচ্চারা তাঁদের সঙ্গেই রয়েছে। কানাঘুষো শোনা গিয়েছে, সীমা (seema khan) এবং সোহেলের সম্পর্কের ভাঙ্গনের কারণ হল হুমা কুরেশি। সেলিব্রিটি ক্রিকেট লিগের সময় সোহেল খান হুমা কুরেশির দেখা হয় এবং তারা পরবর্তীতে ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন বলে জানা গিয়েছে।