লটারি এমন একটা জিনিস, যা সবার ভাগ্যে থাকে না। অনেকে এই লটারির টিকিট (Lottery tickets) কেটে পেয়ে যাচ্ছেন প্রথম পুরস্কার, আবার অনেকের ভাগ্যে জুটছে শূণ্য। অনেকেই হয়ত ভাবেন, যে লটারির টিকিট কাটার বিশেষ কোন নিয়ম রয়েছে। আর সেই নিয়মে টিকিট কাটলে, তবেই পাওয়া যেতে পারে প্রথম পুরস্কার। তবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবনা। এমন কোন নিয়ম নেই, যে নিয়মে টিকিট কাটলে আপনি প্রথম পুরস্কার পাবেন।
নিয়ম না থাকলেও, এমন কিছু পদ্ধতি রয়েছে যা অনুসরণ করলে আপনিও পেয়ে যেতে পারেন প্রথম বা দ্বিতীয় পুরস্কার। প্রথমেই টিকিট কাটার সময় মাথায় রাখবেন, ওই কোম্পনাইর টিকিটে বিগত বছরগুলোতে কোন টিকিটে পুরস্কার ছিল। যেমন ধরুন, যদি সবথেকে বেশিবার জেতা টিকিটের প্রথম সংখ্যা ২ হয়, তাহলে ২ সিরিজের টিকিট কাটতে পারেন।
কেনার সময় পরপর নম্বর যুক্ত টিকিট কিনবেন, যেমন ১-২, ৪-৫, ৬-৭ এমন। আবার দেখেবন, অন্যান্য সময় ওই কোম্পানির লটারিতে জোড় বিজোড় সংখ্যার টিকিট জেতার ধারাবাহিকতা কেমন আছে। সেই বুঝে জোড় বিজোড় সংখ্যার টিকিট কাটবেন।
লটারির টিকিট (Lottery tickets) কাটার সময় সবসময় ছোট সংখ্যার টিকিট কিনবেন। তবে সূত্রের খবর, ১ সংখ্যক দ্বারা তৈরি লটারির টিকিটের জেতার সম্ভাবনা ৬০% থাকে।
দুর্গাপুজো, কালিপুজো, রথ কিংবা হোলি বছরের বিভিন্ন সময়েই কোন না কোন কোম্পানি লটারির টিকিট (Lottery tickets) বিক্রি করে থাকে। আর তা কেটে অনেকেই নানা ধরনের পুরস্কার জিতে নিতে পারেন। অনেক সময় দেখা যায়, গরীব মানুষেরাও এই টিকিট কেটে রাতারাতি অনেক অর্থের মালিক হয়ে যাচ্ছেন। তাই এই উপরিক্ত নিয়মগুলো যদি একটু খেয়াল করে লটারির টিকিট কাটেন, তাহলে আপনারও পুরস্কার জেতার সম্ভাবনা বেশি থাকবে।