Skip to content

বিয়ে করেছেন বাংলার মেয়েকে, ‘বাংলার জামাই’ হয়েছেন এই ভারতীয় ক্রিকেটাররা

    img 20230502 194837

    ভারতে ক্রিকেট (Cricket) এবং ক্রিকেটার (Cricketer) দুটোরই জনপ্রিয়তা তুঙ্গে। পাশাপাশি দেশে ক্রিকেট প্রেমীদের সংখ্যাও কম নয়। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকেই আছেন যারা বলি অভিনেত্রীদের জীবন সঙ্গিনী করেছেন। আবার কেউ কেউ সুন্দরী ও বিখ্যাত মডেলদের বিয়ে করেছেন। তবে, আলোচ্য বিষয়ে জানব এমন ৬ ক্রিকেটারের সম্পর্কে যারা হৃদয় হারিয়েছিলেন বাংলার মেয়েদের উপর, এবং বিয়েও করেছিলেন বাঙালি মেয়েদের।

    মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni):

    img 20230502 195826

    ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ক্রিকেটার ও উজ্জ্বল নক্ষত্র মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে বেঙ্গল হোটেলে প্রথম সাক্ষাতেই প্রেমে পড়েছিলেন সাক্ষী সিংয়ের। পরবর্তীতে তারা দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন, এবং তাদের একটি জিভা নামের কন্যা সন্তান রয়েছে। ধনী, ২০২৩ এর আইপিএল দলের হয়ে খেললেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

    ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha):

    img 20230502 195838

    Kolkata Knight Riders দলের হয়ে ২০০৮ সালে আইপিএল ম্যাচে নাম লেখান ঋদ্ধিমান। যদিও এখন তিনি Gujarat Titans-এর হয়ে খেলছেন। তিনি ভারতের জাতীয় দলের সুযোগ পান ২০১০ সালে। এবং ২০১১ সালে বাংলার মেয়ে রোমি সাহা’র সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে।

    শিখর ধাওয়ান (Shikhar Dhawan):

    img 20230502 195859

    ক্রিকেটার শিখর ধাওয়ানের স্ত্রী একজন প্রবাসী বাঙালি। তিনি ২০১০ সালে আয়েশা মুখার্জীকে বিয়ে করেছিলেন, কিন্তু তাদের সম্পর্ক খুব বেশিদিন টেকেনি। বিয়ের এক বছর পর অর্থাৎ ২০১১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

    সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly):

    img 20230502 195912

    বেহালার ছেলে সৌরভ সমগ্র বাংলার গর্ব। গোটা বিশ্ব তাকে এক নামে চেনে। ক্রিকেটের ইতিহাসে তার নাম স্মরণীয় হয়ে থাকবে। সৌরভ নিজেও একজন বাঙালি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলীও বাঙালি পরিবারের অন্তর্গত। তাদের প্রেমের কাহিনী, যে কোন সিনেমার গল্পকে হার মানায়।