Skip to content

মাত্র ৪০০০ টাকা দিয়ে শুরু করেছিলেন ব্যবসা, আজ নিজের দমে দাঁড় করিয়েছেন ৪০ কোটি টাকার সম্রাজ্য

    কথায় আছে, গরিব হয়ে জন্মানোটা কোন অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে মারা যাওয়াটা অপরাধের। প্রত্যেকেই আলাদা আলাদা পরিবারে জন্মায়, কেউ গরীব বা কেউ ধনী। তবে সকলেরই আশা থাকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ও অনেক অর্থ উপার্জন করার, যাতে ভালোভাবে জীবনযাপন করা যেতে পারে। দারিদ্রতা সমাজের অভিশাপের মত। তবে এই দারিদ্রতা থেকে মুক্তি পেতে জীবনে অনেক সংগ্রাম করতে হয়।

    আলোচ্য বিষয়, এমনই এক সংগ্রামী ব্যক্তির সম্পর্কে যিনি মাত্র ৪০০০ টাকা নিয়ে ছোট একটা ব্যবসা শুরু করেছিলেন, বর্তমানে তার ব্যাবসার পরিমান প্রায় ৪০ কোটি টাকা। এই ব্যক্তির নাম ‘আসিফ আহমেদ’ (Aasif ahomed)। তিনি খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। লেখাপড়া করার মতোও টাকা ছিল না তাদের। যে কারণে নিজের লেখাপড়ার খরচ মেটাতে সংবাদপত্র বিক্রি করতেন তিনি।

    প্রথম জীবন থেকেই আসিফ দারিদ্র্যতা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল কিছু না কিছু কাজ করে। উপার্জনের তাগিদে তিনি নিত্যনতুন কাজও করেছেন। কিন্তু কোনো কাজেই সফলতা পাচ্ছিলেন না। তারপর জুতার কাজ শুরু করেছিলেন আসিফ। শুরুতে কাজ বেশ ভালোই চলছিল, কিন্তু পরবর্তীতে এতেও ব্যর্থ হন তিনি। উল্লেখ্য, আসিফকে কেউ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ৪০০০০ টাকা নিয়েছিলেন।

    দুর্ভাগ্যবসত সেই ব্যাক্তি ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এখানেও আর্থিক দিক থেকে চোট পেয়েছেন আসিফ। অবশেষে আসিফের কাছে কোন টাকা অবশিষ্ট ছিল না এবং তার কাজের খুব প্রয়োজন ছিল। তাই তিনি অন্য কারো কাছ থেকে ৪০০০ টাকা ধার নিয়ে তার ব্যবসা স্থাপন করেন। শুরুতে একটা ছোট দোকান নিয়ে বিরিয়ানি বিক্রি করতে শুরু করেছিলেন আসিফ। বর্তমানে তার এখন 8 টি রেস্তোরাঁ রয়েছে এবং তার বার্ষিক টার্নওভার ৪০ কোটিতে পৌঁছেছে।