Skip to content

‘সেকেন্ড-থার্ড হওয়ার জন্য খেলি না, মাঠে নামি প্রথম হওয়ার জন্য’- ১০০ বছরের বৃদ্ধের রেসের ভিডিও ভাইরাল

  কথায় বলে ‘পুরনো চাল, ভাতে বাড়ে’। বয়স ১০০-র ঘরে দাঁড়িয়েও, রেস প্রতিযোগিতায় প্রথম হওয়ার ক্ষমতা রাখেন বলে জানালেন এক বৃদ্ধ। তাঁর কথায় দ্বিতীয়, তৃতীয় নয়, প্রথম হওয়ার জন্যই মাঠে নামি। বর্তমান সময়ে এই বৃদ্ধের ভাইরাল ভিডিও (viral video) ঝড় তুলেছে স্যোশাল মিডিয়ায়।

  নেটদুনিয়ায় সবসময়ই নানা বিষয়ের ভিডিও ঘুরতে থাকে। তবে সেসবের মধ্যে যে ভিডিও একবার নেটিজনদের মনে ধরে যায়, তা ভাইরাল হতে বিন্দুমাত্র সময় লাগে না। সেরকমই বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও (viral video) ব্যাপকহারে দেখা যাচ্ছে। যেখানে এক বৃদ্ধকে দেখা গিয়েছে রেস করতে।

  বছর ১০০-র এই বৃদ্ধের নাম লেস্টার রাইট (Lester Wright)। তিনি শুধুমাত্র ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টেই অংশ নেননি, সেইসঙ্গে বাতাসের সঙ্গেও কথা বলে বিশ্বরেকর্ডও গড়েছেন। রাইট আমেরিকার প্রাচীনতম ট্র্যাক অ্যান্ড ফিল্ড মিট পেন রিলেতে রেস প্রতিযোগিতায় অংশ নিয়ে মাত্র ২৬.৩৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করেন লেস্টার।

  এই বিষয়ে তিনি জানান, ‘মানুষ কিভাবে দ্বিতীয়, তৃতীয় আসন লাভের জন্য প্রতিযোগিতায় অংশ নেয়, তা আমার জানা নেই। তবে আমি মাঠে নামি প্রথম হওয়ার জন্য’। স্যোশাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিও দেখে লেস্টারের (Lester Wright) প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটদুনিয়ার বাসিন্দারা।

  জানিয়ে রাখি, লেস্টারের এই রেকর্ড ২০১৫ সালের ডোনাল্ড পেলম্যানের রেকর্ডকেও হার মানায়। ডোনাল্ডের সময় লেগেছিল ২৬.৯৯ সেকেন্ড।

  Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

  Subscribe now to keep reading and get access to the full archive.

  Continue reading